আন্তর্জাতিক ২ ফেব্রুয়ারি, ২০২১ ০৪:৪৯

যে কারণে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপন করল কসোভো

ইন্টারন্যাশনাল ডেস্ক

ইহুদিবাদী ইসরায়েলের সঙ্গে ইউরোপের বলকান অঞ্চলের দেশ কসোভো কূটনৈতিক সম্পর্ক স্থাপনের ঘোষণা দিয়েছে। দেশটি জেরুজালেমে ইউরোপের দূতাবাস খুলবে বলেও গতকাল সোমবার জানায়।

এর আগে, যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করেছে সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, মরক্কো ও সুদান। এবার সে দলে যোগ দিল কসোভোও।

করোনার কারণে সঙ্গে ইউরোপের বিমান চলাচল বন্ধ থাকায় ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গ্যাবি আশকানাজি ও কসোভোর পররাষ্ট্রমন্ত্রী মেলিজা হারাদিনাজ স্টুবলা জুম মিটিংয়ে সম্পর্ক স্থাপনের ঘোষণাপত্রে সই করেন।