Notice: Trying to access array offset on value of type null in /home/u863453615/domains/amaderkagoj.com/public_html/includes/frontend/contents/post.php on line 46

এক কাতলের দাম ৪৬ হাজার টাকা

নিজস্ব প্রতিবেদক

মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার পূর্ব ছিডারচর এলাকার অদূরে পদ্মা নদীত ধরা পড়েছে ২৯ কেজি ওজনের বিশালাকৃতির একটি কাতল মাছ

মাওয়া ঘাটের নাদিম মৎস্য আড়তের মাছ ব্যবসায়ী মো. জালাল মৃধার আড়ত থেকে আজ বুধবার ( ফেব্রুয়ারি) সকালে ৪৬ হাজার ৪০০ টাকায় ওই কাতল মাছটি কিনে নেন ঢাকার এক ব্যবসায়ী সে হিসেবে প্রতি কেজি মাছের দাম ধরা হয়েছে এক হাজার ৬০০ টাকা

সময় মাছটি একনজর দেখতে ভিড় করেন উৎসুক জনগণ এর আগে ভোরে পূর্ব ছিডারচরের উজানের অদূরে পদ্মা নদীতে উজ্জ্বল নামের এক জেলের জালে বিশাল আকৃতির কাতল মাছটি ধরা পড়ে

মাছ ব্যবসায়ী মো. জালাল মৃধা জানান, সকালে কাতল মাছটি পাইকারী দরে বিক্রি করা হয় এখন মৌসুমে বড় আকৃতির কাতল রুই মাছের চাহিদা অনেক এসব মাছ প্রতি কেজি এক হাজার ৬৫০ থেকে এক হাজার ৭০০ টাকায় বিক্রি হচ্ছে বড় মাছ কিনতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এখানে আসেন


আরো খবর