বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি ৩ ফেব্রুয়ারি, ২০২১ ১০:৪৬

চলতি মাসেই আসছে হুয়াওয়ের নতুন ফোল্ডএবল

টেক ডেস্ক

গুজব ছড়িয়েছিলো নিজেদের ভোক্তাকেন্দ্রীক ব্যবসা বিক্রি করে দেবে হুয়াওয়ে কিন্তু সেটিকে মিথ্যা প্রমাণ করে দিয়ে নতুন ফ্ল্যাগশিপ আনার খবর জানালো চীনা প্রতিষ্ঠানটি এ মাসের শেষেই আসছে হুয়াওয়ের নতুন ফোল্ডএবল মেট এক্স২

নিজেদের ওয়েইবো অ্যাকাউন্টে নতুন ফোল্ডএবল আনার খবর জানিয়েছে হুয়াওয়ে মেইট এক্স২ নামের ওই ফোনটি ফেব্রুয়ারির ২২ তারিখ উন্মোচিত হবে

প্রযুক্তিবিষয়ক ব্লগ এনগ্যাজেট উল্লেখ করেছে, হুয়াওয়ের দেওয়া ছবি দেখে মনে হচ্ছে এবারের ফোল্ডএবল ফোনটি ভেতরের দিকে ভাঁজ হবে হুয়াওয়ের এর আগের ফোল্ডএবল মডেল মেইট এক্সএস এবং মেইটএক্স-এর পর্দা বাইরের দিকে খুলতো

এখন পর্যন্ত এর বাইরে আর কোনো তথ্য আনুষ্ঠানিকভাবে জানায়নি হুয়াওয়ে হুয়াওয়ে কনজিউমার বিজনেস গ্রুপ’ প্রধান নির্বাহী রিচার্ড ইউ বলেছেন, তিনি মেইট এক্স২ “কিছু সময় ধরে” ব্যবহার করছেন এবং এটি “চমকে পরিপূর্ণ’’।

এনগ্যাজেট মন্তব্য করেছে, হুয়াওয়ে নতুন ফোল্ডএবল স্মার্টফোনটির কতগুলো ইউনিট বাজারে আনতে পারবে, সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি চীনের বাইরে হুয়াওয়ের কতগুলো ইউনিট বিক্রি হতে পারে, তাও জানা যায়নি