Notice: Trying to access array offset on value of type null in /home/u863453615/domains/amaderkagoj.com/public_html/includes/frontend/contents/post.php on line 46

৩৬ পরিযায়ী পাখিসহ আটক ৩

ডেস্ক রিপোর্ট

যশোরের বাঘারপাড়ায় ৩৬টি গ্রিনল্যান্ডের সাদা ফ্রন্টেড পাখিসহ তিন যুবককে আটক করেছে পুলিশ।

শুক্রবার ( ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৫টার দিকে পাখিসহ যুবকদের আটক করা হয়।

খাজুরা পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক জুম্মান জানান, গোপন সংবাদের ভিত্তিতে ফোর্স নিয়ে যশোর-মাগুরা মহাড়কের খাজুরা তেল পাম্পের সামনে একটি পিকআপের গতিরোধ করা হয়। তল্লাশির সময় পিকআপের (ঢাকা মেট্রো--১৩-৮৩৪৮) পিছনের ডালা থেকে ৩৬টি গ্রিনল্যান্ডের সাদা ফ্রন্টেড পরিযায়ী পাখি পাওয়া যায়।

আটক যুবকরা হলেন- মাগুরা সদরের বগিয়া গ্রামের লুৎফর শেখের ছেলে শেখ রাসেল (২২), বালিয়াডাঙ্গা গ্রামের মৃত আব্দুল করিম তালুকদারের ছেলে রাজ্জাক হাসান (২৬) ফরিদপুরের ভাঙ্গা উপজেলার খাঁকান্দা গ্রামের মৃত ফজেল মাতুব্বরের ছেলে রুবেল হোসেন (৩০)

এসময় পাখি উদ্ধারসহ পিকআপে থাকা তিন যুবককে আটক করা হয়।

বাঘারপাড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ উদ্দীন বলেন, অবৈধপথে ঢাকা থেকে পাখিগুলো সংগ্রহ করে যশোরের বাগআঁচড়া সীমান্ত দিয়ে ভারতে পাচারের জন্য নিয়ে যাওয়া হচ্ছিল। আটক তিন যুবকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

 


আরো খবর