বিনোদন ৬ ফেব্রুয়ারি, ২০২১ ০৯:৪৭

‘দম ফেলার সময়ও পাচ্ছি না’

বিনোদন ডেস্ক

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী নিয়ে নির্মিতব্য সিনেমা ‘বঙ্গবন্ধু’ সিনেমাটির শুটিং ইতমধ্যে শুরু হয়েছে। বাংলাদেশ ও ভারত সরকারের যৌথ প্রযোজনা নির্মিত হচ্ছে সিনেমাটি। মুম্বাইয়ের দাদা সাহেব ফালকে স্টুডিওতে চলছে চিত্রায়ণ। শ্যাম বেনেগাল পরিচালিত এ বায়োপিকে বঙ্গবন্ধুর চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন সময়ের জনপ্রিয় অভিনেতা আরিফিন শুভ।

সিনেমার শুটিং এ অংশগ্রহণের জন্য গত ১৯শে জানুয়ারি ঢাকা থেকে মুম্বাইয়ে উড়াল দেন এ অভিনেতা। সম্প্রতি গণমাধ্যমের এক প্রশ্নে শুভ বলেন, বঙ্গবন্ধু চরিত্রের বাইরে এক সেকেন্ডের জন্যও কিছু ভাবছেন না। যেদিন থেকে শুটিং করছেন সেদিন থেকে অন্য এক জগতে প্রবেশ করেছেন। মিশে গেছেন বঙ্গবন্ধুর সঙ্গে। তার ভাবনাজুড়ে শুধু বঙ্গবন্ধু। কখন কি হচ্ছে কিছুই বুঝতে পারছেন না। তার সঙ্গে যা হচ্ছে তা সব স্বপ্নের মতোই মনে হচ্ছে এমনটি জানিয়েছেন এ অভিনেতা।

শুভ আরও বলেন, দৌড়ের ওপর আছি। প্রতিদিন বিরতিহীনভাবে কাজ করতে হচ্ছে। দম ফেলার সময়ও পাচ্ছি না। সকালে সেটে প্রবেশ করার পর কখন যে সন্ধ্যা হয়ে যায় বলতে পারি না। কর্মশালা ও শুটিং মিলিয়ে মুম্বইয়ে ৮১ দিন অবস্থান করবেন শুভ। তিনি আরো উল্লেখ করেন, খুব সুষ্ঠু ও সুন্দরভাবে শুটিং চলছে। এমন টিমের সঙ্গে কাজ করতে পারাটা সৌভাগ্যের। শুভ জানালেন, বঙ্গবন্ধু সিনেমার কাজ ছাড়াও তার প্রথম অনলাইন কনটেন্ট নিয়েও তিনি উচ্ছ্বসিত। ভারতীয় অনলাইন প্ল্যাটফর্মে জি ফাইভে মার্চে মুক্তি পাবে তার অভিনীত ছয় পর্বের সিরিজ ‘কন্ট্রাক্ট’।