বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি ৭ ফেব্রুয়ারি, ২০২১ ০৮:২৪

অবশেষে উন্মোচন হল স্যামসাং গ্যালাক্সি এম১২

টেক ডেস্ক

অবশেষে প্রযুক্তিপ্রেমীদের অপেক্ষার পালা সমাপ্ত। ভিয়েতনামে স্যামসাং গ্যালাক্সি এম১১ ফোনের উত্তরসূরি হিসেবে অবমুক্ত করা হলো স্যামসাং গ্যালাক্সি এম১২।

নতুন এই ফোনে রয়েছে চারটি ক্যামেরা, প্রাইমারি ক্যামেরা ৪৮ মেগাপিক্সেল। ৫ মেগাপিক্সেল সেকেন্ডারি সেন্সরসহ ২ মেগাপিক্সেল ম্যাক্রো শুটারের সঙ্গে রয়েছে ২ মেগাপিক্সেল ডেপথ সেন্সর। এছাড়া থাকছে ৮ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। খবর এনডিটিভির।

এই ফোনে ব্যবহার করা হয়েছে এইচডি প্লাস ইনফিনিটি-ভি ডিসপ্লে। ফোনের পেছনে ব্যবহার করা হয়েছে বিশেষ এক ধরনের ধাতু, যার ফলে ফোনটি হাতে নিয়ে ব্যবহারে আরাম পাওয়া যাবে। গ্যালাক্সি এম১২ স্মার্টফোনের ভেতরে রয়েছে অক্টা-কোর প্রসেসর।

৩ জিবি র‌্যাম ৩২ জিবি স্টোরেজ, ৪ জিবি র‌্যাম ৬৪ জিবি স্টোরেজ ও ৬ জিবি র‌্যাম ১২৮ জিবি স্টোরেজে ফোনটি কিনতে পাওয়া যাবে। এসডি কার্ডের মাধ্যমে স্টোরেজ ১ টিবি পর্যন্ত বাড়ানো যাবে।

থাকছে ৬০০০ এমএএইচ ব্যাটারি। ফোরজি নেটওয়ার্কে এক চার্জে ৫৮ ঘণ্টা পর্যন্ত কথা বলা যাবে। ফোনটির ওজন মাত্র ২২১ গ্রাম।

তিন রঙে ফোনটি বাজারে পাওয়া যাবে। যদিও এখন পর্যন্ত ফোনের দাম প্রকাশ করেনি স্যামসাং।