Notice: Trying to access array offset on value of type null in /home/u863453615/domains/amaderkagoj.com/public_html/includes/frontend/contents/post.php on line 46

ভারতে তুষার ধ্বসে ১০ জনের মরদেহ উদ্ধার

ইন্টারন্যাশনাল ডেস্ক

ভারতের উত্তরাখণ্ডে ভয়াবহ তুষার ধ্বসে পর্যন্ত ১০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে আর রাজ্যের মুখ্যসচিব ওম প্রকাশ দুর্ঘটনায় এক থেকে দেড়শ মানুষের মৃত্যুর আশঙ্কা করছেন এছাড়াও ভয়াবহ তুষার ধ্বসে উত্তরাখণ্ডের ঋষিগঙ্গা বিদ্যুৎ প্রকল্প ভেসে গেছে

ভারতীয় সংবাদমাধ্যমগুলোর খবরে বলা হয়েছে, হঠাৎ নামা এই ধ্বসের ফলে চামোলির তপোবন বাঁধের কাছে নির্মানাধীন টানেলে আটকা পড়েছে অন্তত ২০ জন শ্রমিক আইটিবিপি- ডিজি এসএস দেশওয়াল জানিয়েছেন, তাদের দল আটক ব্যক্তিদের উদ্ধার করার চেষ্টা করছে রেনি গ্রামের তাপবিদ্যুৎ কেন্দ্রে প্রায় ১০০ জন কাজ করছিলেন তাদের মধ্যে ১০ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে নদী থেকে বাকিদের খোঁজেও চলছে তল্লাশি

ঘটনাস্থলে রয়েছেন আইটিবিপি- ২৫০ জন জওয়ান ভারতীয় সেনা জওয়ানরাও সেখানে যাচ্ছেন বলে তিনি জানিয়েছেন উদ্ধার কাজ সম্পর্কে তিনি বলেন, আমরা এনটিপিসির ম্যানেজমেন্টের সঙ্গে যোগাযোগ রেখে নিখোঁজ ব্যক্তিদের সম্পর্কে তথ্য সংগ্রহ করছি

এদিকে, ধস নামার পরেই আগাম সতর্কতা অবলম্বন করে ভাগীরথীর গতিপথ রুদ্ধ করা হয়েছে সেজন্য খালি করে দেয়া হয়েছে শ্রীনগর ঋষিকেশ বাঁধ জলের স্রোত ভাসিয়ে নিয়ে গেছে জোশীমঠের মালারি অঞ্চলে বর্ডার রোডস অর্গানাইজেশনের তৈরি এক সেতু

এদিকে, উদ্ধারকারীরা একটি টানেলে আটকে পড়া ১৬ শ্রমিককে জীবিত উদ্ধার করেছেন তারা একটি বিদ্যুৎপ্রকল্পের কাজ করা অবস্থায় আটকা পড়েন

 


আরো খবর