আন্তর্জাতিক ১০ ফেব্রুয়ারি, ২০২১ ০৮:৫৮

চাঁদে যাচ্ছেন এরদোয়ান!

আন্তর্জাতিক ডেস্ক

২০২৩ সালে চাঁদে রকেট পাঠানোর ঘোষণা দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান একই সঙ্গে মহাকাশে ‘মহাকাশ বন্দর’ নির্মাণের ঘোষণাও দিয়েছেন তিনি

এ প্রসঙ্গে এরদোয়ান বলেছেন, ২০২৩ সালের শেষের দিকে আন্তর্জাতিক সহযোগিতার ভিত্তিতে আমরা হাইব্রিড রকেট পাঠাব সৃষ্টিকর্তা চাইলে আমরা চাঁদে যাচ্ছি আমি আশা করব, আমাদের প্রয়াস সফল হবে এবং মহাকাশ গবেষণায় এগিয়ে থাকা দেশের তালিকায় তুরস্কও ঠাঁই পাবে

২০২৩ সালে তুরস্কের প্রজাতন্ত্র হওয়ার ১০০ বছর পূর্তি হবে এ উপলক্ষে এরদোয়ান মহাকাশ-বন্দর গড়ে তুলতে চান তিনি চান, তুরস্ক যেন রকেট প্রযুক্তির ক্ষেত্রে অগ্রণী দেশে পরিণত হয়

উল্লেখ্য, ২০১৮ সালে তুরস্কের মহাকাশ এজেন্সি তৈরি হয় সে সময় দেশটির আর্থিক অবস্থা শোচনীয় ছিল তার মধ্যে এই এজেন্সির গঠন নিয়ে সমালোচনার মুখে পড়তে হয় এরদোয়ানকে কিন্তু এই প্রকল্পের সমর্থকদের দাবি ছিল, এর ফলে তুরস্কের মহাকাশ গবেষকরা উপকৃত হবেন এবং ব্রেন ড্রেন বন্ধ হবে

সূত্র: ডিডাব্লিউ