বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি ৭ সেপ্টেম্বর, ২০১৯ ০৮:০৫

বার্ডস আই ভিউতে বিলিয়ন পিক্সেলে তোলা এশিয়ার সর্ববৃহৎ ছবি

ডেস্ক রিপোর্ট ।।

সম্প্রতি ১৯৫ গিগা বা বিলিয়ন পিক্সেলের উন্নত প্রযুক্তির সাহায্যে তোলা হয়েছে চীনের সাংহাই শহরের ছবি।  ৩৬০ ডিগ্রি অ্যাঙ্গেলে পাখির দৃষ্টিতে (বার্ডস আই ভিউ) তোলা ছবিটি গভীরভাবে জুম করে দেখা যাবে। আর জুম করা মাত্রই আপনার জন্য অপেক্ষা করছে চমক। শহরের রাস্তায় কে কীভাবে চলাচল করছে তা স্পষ্টভাবে দেখা যাবে। এমনকি পরিষ্কারভাবে দেখা যাবে গাড়ির নম্বর প্লেটও।

আর এই ছবিটি এশিয়ার মধ্যে সবচেয়ে বৃহৎ এবং সারাবিশ্বে তৃতীয় সর্ববৃহৎ ছবি এটি। জানা গেছে, ছবিটি তোলা হয়েছে চীনের ওরিয়েন্টাল প্যারোল টাওয়ার থেকে। 

শহরটির বিশালাকারের স্বচ্ছ ছবি তোলার জন্য আহ্বান জানিয়ে

ছিল সাংহাই তথ্য অফিস। আর এতে সাড়া দিয়েই উন্নত প্রযুক্তি ব্যবহার করে বিগ পিক্সেল টেকনোলজি ছবিটি তুলেছে।

ছবিটি দেখতে এখানে ক্লিক করুন...