শিক্ষা ১০ ফেব্রুয়ারি, ২০২১ ০২:২২

জিপিএ-৫ তুলে দেওয়ার কথা বললেন শিক্ষামন্ত্রী

ডেস্ক রিপোর্ট

শিক্ষা ব্যবস্থায় পরীক্ষা পদ্ধতি তুলে দিয়ে মূল্যায়নের পদ্ধতি চালুর বিষয়টি সরকার ভাবছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি তিনি বলেছেন, ‘সনদসর্বস্ব পরীক্ষানির্ভর পদ্ধতি বদলাতে হবে আমাদের মাইন্ডসেটও বদলাতে হবে আনন্দময় শিক্ষার কথা আমি বলেছি আমরা কী শিখলাম, কতটা শিখলাম সেটা মূল্যায়নের বদলে আমরা জুজু বানিয়ে ফেলেছি সেজন্য আমরা ধারাবহিক মূল্যায়নে যাচ্ছি জিপিএ- তুলে দেওয়ার চেষ্টা করেছিলাম সেটা করতে হবে

আজ বুধবার রাজধানীর একটি হোটেলে বাংলাদেশে কর্মরত ১৫টি জাতীয় আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা 'নিরাপদ ইশকুলে ফিরিশীর্ষক ক্যাম্পেইন উদ্বোধন অনুষ্ঠানে তিনি কথা জানান

আগামী চার থেকে পাঁচ বছরের মধ্যে শিক্ষা ব্যবস্থাকে আমূল পাল্টে ফেলা হবে বলে এসময় জানান শিক্ষামন্ত্রী

ধারাবাহিক মূল্যায়ন নিয়ে শিক্ষামন্ত্রী বলেন, ‘জিপিএ- এর জন্য আমরা জুজু বানিয়ে ফেলেছি সেজন্য আমরা ধারাবাহিক মূল্যায়নে যাচ্ছি ২০১৯ সালে আমরা পাইলট করেছি তার ফলাফলে আমরা খুশি ধারাবাহিক মূল্যায়ন বাড়িয়ে দেওয়া, মূল্যায়ন নিয়ে গবেষণা করা এগুলো নিয়ে আমরা একটি জাতীয় প্রতিষ্ঠান তৈরি করতে যাচ্ছি জিপিএ- তুলে দেওয়ার চেষ্টা করেছিলাম সেটা করতে হবে সনদ সর্বস্ব পরীক্ষানির্ভর পদ্ধতি বদলাতে হবে আমাদের মাইন্ডসেট বদলাতে হবে আমরা সফট স্কিলের কথা বলছি, সোশ্যাল-ইমোশনাল স্কিলের কথা বলছি এবং কমিউনিটি এনগেজমেন্টের কথা বলছি এক্সপেরিয়েন্স লার্নিংয়ের কথা বলছি

তিনি বলেন, ‘কোভিড-১৯ পরিস্থিতিকে কাজে লাগানো দরকার আমরা কী পড়ছি, কী পড়াচ্ছি, কেন পড়াচ্ছি, কীভাবে পড়াচ্ছি-এসব ভাবতেই হবে