শিক্ষা ১১ ফেব্রুয়ারি, ২০২১ ০৭:৩১

বাংলাদেশীদের জন্য ‘হল্যান্ড স্কলারশিপে’র সুযোগ

ডেস্ক রিপোর্ট

উত্তর–পশ্চিম ইউরোপের একটি দেশ নেদারল্যান্ডস। জাতীয় ভাষা ডাচ হলেও ইংরেজিসহ বেশ কিছু কয়েকটি ভাষাও প্রচলিত আছে। ইউরোপের সেনজেনভুক্ত এই দেশটি পড়াশোনা করার জন্য বিশ্বের অন্যতম সেরা দেশ হিসেবে পরিচিত। প্রায় সব বিশ্ববিদ্যালয় স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে প্রধান ভাষা হিসেবে ইংরেজি ব্যবহার করে।

ইউরোপের দেশগুলোর মধ্য নেদারল্যান্ডসে পড়াশোনার সুযোগ অনেক। পড়ালেখার মান আর বসবাসের নির্ভরযোগ্যতার কারণে দেশটিতে পড়তে যান বিশ্বের নানা দেশের শিক্ষার্থীরা। নেদারল্যান্ডসে পড়ালেখার মান ইউরোপের নয় শুধু বিশ্বেও স্বীকৃত। দেশটি বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষার্থীদের জন্য প্রতিবছর অনেক বৃত্তিও প্রদান করে থাকে।

ব্যাচেলর, মাস্টার্স, পিএইচডি ও বিভিন্ন শর্ট কোর্স অফার করে থাকে দেশটির বিশ্ববিদ্যালয়গুলো। ব্যাচেলর কোর্স (৩-৪ বছর মেয়াদি), মাস্টার্স কোর্স (১-২ বছর মেয়াদি), পিএইচডি/ডক্টোরাল কোর্সগুলো ৩-৫ বছর মেয়াদি হয়ে থাকে। বেশির ভাগ ব্যাচেলর কোর্স ডাচ ভাষায় পড়ানো হয়, তবে মাস্টার্স ও ডক্টোরাল প্রোগ্রামগুলোতে যথেষ্ট ইংরেজি মাধ্যম রয়েছে। ব্যাচেলর লেভেলেও ইংরেজি মাধ্যমের কোর্স রয়েছে। দেশটির সরকার কর্তৃক প্রদত্ত ‘হল্যান্ড স্কলারশিপ’ বৃত্তিটি অনেকের পছন্দের। স্কলারশিপের লক্ষ্য হলো, সমাজের টেকসই এবং অন্তর্ভুক্তিমূলক উন্নয়নে অবদান রাখা।

নেদারল্যান্ডস বৃত্তির সংক্ষিপ্ত কোর্সের সময়কাল ২ সপ্তাহ থেকে ১২ মাস এবং মাস্টার্স প্রোগ্রামে সময়কাল ১২ থেকে ২৪ মাস। এ বৃত্তির কর্মসূচি ডাচ আন্তর্জাতিক বিষয়ের মন্ত্রণালয় কর্তৃক পরিবেশিত এবং অর্থায়িত হয়।

আবেদন করতে পারবেন কারা

এ স্কলারশিপটির জন্য আফগানিস্তান, বাংলাদেশ, বেনিন, বুরকিনা ফাসো, বুরুন্ডি, কলম্বিয়া, কঙ্গো, মিসর, ইথিওপিয়া, ঘানা, গুয়াতেমালা, গিনি, ইরাক, জর্দান, কেনিয়া, লেবানন, লাইবেরিয়া, মালি, মোজাম্বিক, মিয়ানমার, নাইজার, নাইজেরিয়া, ফিলিস্তিন, রুয়ান্ডা, সেনেগাল, সিয়েরা লিওন, সোমালিয়া, দক্ষিণ আফ্রিকা, দক্ষিণ সুদান, সুদান, সুরিনাম, তানজানিয়া, তিউনিসিয়া, উগান্ডা, ভিয়েতনাম, ইয়েমেন ও জাম্বিয়া।

যেভাবে আবেদন করতে হবে

বৃত্তির জন্য অনলাইনে আবেদন করতে হবে। ওয়েবসাইটে প্রবেশ করে প্রথমে একটি কোর্স নির্বাচন করতে হবে। ফেব্রুয়ারি-মে মাসে আবেদন করা হয়। ২০২১ সালের জন্য নতুন বছরের ফেব্রুয়ারি আবেদনপ্রক্রিয়া শুরু হয়েছে। এ বৃত্তির বিস্তারিত জানতে:

https://www.studyinholland.nl/finances/orange-knowledge-programme?fbclid=IwAR1FIb4ADDQz-_6Mj8OAjCWHAPecoFCU4gVeDQB7W_FjJPxeKzXD8TWUJB0