Notice: Trying to access array offset on value of type null in /home/u863453615/domains/amaderkagoj.com/public_html/includes/frontend/contents/post.php on line 46

তাইজুলের ঘূর্ণিতে ওয়েস্ট ইন্ডিজের ষষ্ঠ উইকেটের পতন

স্পোর্টস ডেস্ক

ঢাকা টেস্টে সফরকারী ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে স্বস্তি নিয়ে তৃতীয় দিন শেষ করে বাংলাদেশ ব্যাটসম্যানদের পর বোলাররাও ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দেয় দ্বিতীয় ইনিংসের শুরুর দিকে ক্যারিবীয় ব্যাটসম্যান তুলে নেয় টাইগাররা

সফরকারীরা প্রথম ইনিংসে করে ৪০৯ রান বাংলাদেশ প্রথম ইনিংসে অলআউট হয় ২৯৬ রানে এদিকে, ১১৩ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করে ২১ ওভারে উইকেট হারিয়ে ৪১ রান করেছ উইন্ডিজ এতে ক্যারিবিয়ানদের তৃতীয় দিন শেষে লিড হয় ১৫৪ রানের

আজ রবিবার ঢাকা টেস্টের চতুর্থ দিনের খেলা চলছে মিরপুর শের--বাংলায় সকাল সাড়ে নয়টায় ম্যাচটি শুরু হয়েছে চতুর্থ দিনের পঞ্চম ওভারে বাংলাদেশকে সাফল্যে ভাসালেন পেসার আবু জায়েদ রাহী নাইটওয়াচম্যান জোমেল ওয়ারিক্যানকে ফেরান তিনি রাহীর সোজা ডেলিভারীতে বল মিস করে এলবিডব্লিউ হন ওয়ারিক্যান ২২ বলে রান করেন তিনি ওয়ারিক্যানের ফেরার সময় ওয়েস্ট ইন্ডিজের রান উইকেটে ৫০

এরপর ফের ক্যারিবীয় শিবিরে আঘাত হানেন আবু জায়েদ রাহী নিয়ন্ত্রিত বোলিংয়ে তিনি পেলেন আরেকটি উইকেট ভয়ংকর হয়ে উঠার আগে সাজঘরে ফেরেত পাঠালেন কাইল মায়ার্সকে তার লেন্থ বল সোজা ব্যাটে খেলতে চেয়েছিলেন চট্টগ্রাম টেস্টের এই ডাবল সেঞ্চুরিয়ান বলের লাইনে ব্যাট নিতে পারেননি তিনি এলবিডব্লিউ হয়ে সাজঘরে ফেরেন রানে তার আউটের সময় ওয়েস্ট ইন্ডিজের রান উইকেটে ৬২

মায়ার্সের বিদায়ের ১১ রান পরই নিজেদের ষষ্ঠ উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ তাইজুল ইসলামের বলে এই ব্যাটসম্যানকে স্টাম্পিং করে ফেরান উইকেটরক্ষক লিটন দাশ আউট হওয়ার আগে তিনি ১০ বলে রান করেন দলের রান তখন ৭৩

 


আরো খবর