সারাদেশ ১৪ ফেব্রুয়ারি, ২০২১ ০৯:৪০

নানা আয়োজনে পালিত হচ্ছে সুন্দরবন দিবস

ডেস্ক রিপোর্ট

মোংলায় নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে সুন্দরবন দিবস রোববার (১৪ ফেব্রুয়ারি) সকাল ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে এ দিবস পালিত হয়

প্রথমে বনের ওপর নির্ভরশীল জনগোষ্ঠী বনজীবী, মৎস্যজীবী, জেলে, বাওয়ালি ও মৌয়ালিদের সবাইকে বনের ক্ষতিকারক বিষয় নিয়ে শপথবাক্য পাঠ করান উপজেলা নির্বাহী কর্মকর্তা কমলেশ মজুমদার

সুন্দরবন দিবস উপলক্ষে উপজেলা প্রশাসন, বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা), ওয়াটার কিপার্স বাংলাদেশ, ওয়াইল্ডটিম, সুন্দরবন জাদুঘর সম্মিলতভাবে উপজেলা পরিষদ চত্বরে সুন্দরবন দিবসের কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা

পরে সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্বর থেকে সুন্দরবন সুরক্ষায় র‌্যালি বের হয়ে চৌধুরী মোড়ে সমাবেশের মাধ্যমে শেষ হয় বিপদাপন্ন সুন্দরবন রক্ষায় সুন্দরবনপ্রেমীরা মানববন্ধন অংশ নেয়

‘সুন্দরবন বাঁচাও, উপকূল বাঁচাও, দেশ বাচাও’ সুন্দরবন বাঁচলে, বাঘ বাঁচবে, সুন্দরবনে পরিকল্পিত অগ্নিকাণ্ড বন্ধ করা, বনের বিভিন্ন খালে বিষ দিয়ে মাছ নিধন বন্ধ, বাঘ-হরিণসহ বন্যপ্রাণী হত্যা বন্ধ করাসহ বিভিন্ন স্লোগানসংবলিত প্ল্যাকার্ড-ফেস্টুন নিয়ে এ মানববন্ধনে অংশ নেয়

এ সময় বক্তারা বলেন, প্রকৃতি, নদ-নদী, পরিবেশ, বন, পাহাড়, কৃষিজমি রক্ষা করেই উন্নয়নের পথে এগোতে হবে

তারা আরও বলেন, ‘বঙ্গবন্ধু তার জীবদ্দশায় সুন্দরবনের গুরুত্ব অনুধাবন করেছিলেন তাই তিনি বলেছিলেন, স্বাভাবিক অবস্থায় প্রকৃতি এটা করে দিয়েছে বাংলাদেশকে রক্ষা করার জন্য বঙ্গবন্ধু আরও বলেছিলেন, যদি সুন্দরবন ধ্বংস হয়ে যায় তবে সমুদ্রে যে ভাঙন সৃষ্টি করবে, সেই ভাঙন থেকে রক্ষা করার কোনও উপায় থাকবে না তাই যে কোনো উপায়ে সুন্দরবনকে আমাদের বাঁচাতে হবে এবং বন রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানায় বক্তারা

উপজেলা নির্বাহী কর্মকর্তা কমলেশ মজুমদার, সহকারী কমিশনার (ভুমি) নয়ন কুমার রাজবংশী, বাপা নেতা মো. নূর আলম শেখ, বাদাবন সংঘের নির্বাহী পরিচালক লিপি রহমান, ডলফিন সংরক্ষণ দলনেতা ইসরাফিল বয়াতি, ওয়াইল্ড টিমের মো. সাইফুল হোসেন, ভিলেজ টাইগার রেসপন্স টিমের আব্দুল মালেক হাওলাদার ও নারী নেত্রী গীতা হালদার, কমলা সরকারসহ স্থানীয় আরও অনেকে এ সময় উপস্থিত ছিলেন

বিকেলে পৌর কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে ‘সুন্দরবনের প্রাণ-প্রকৃতি’ বিষয়ক শিশু চিত্রাংকন প্রতিযোগিতা, রচনা প্রতিযোগিতা ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে