সারাদেশ ১৪ ফেব্রুয়ারি, ২০২১ ১২:৫৩

আবার সারা দেশে বিক্ষোভের ডাক বিএনপির

নিজস্ব প্রতিবেদক

বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ‘বীর উত্তম’খেতাব বাতিল চেষ্টার প্রতিবাদে বরিশাল বিভাগ বাদে আগামী ১৭ ফেব্রুয়ারি সারা দেশে বিএনপি প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভের ডাক দিয়েছে কারণ পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী ১৮ ফেব্রুয়ারি বরিশাল সদরে আয়োজিত সভায় এই বিভাগের সব জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনগুলোকে যোগদানের আহ্বান করেছে দলটি

আজ রোববার (১৪ ফেব্রুয়ারি) গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে দলের স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন এ কর্মসূচির তথ্য জানান

সংবাদ সম্মেলনে খন্দকার মোশাররফ হোসেন বলেন, শনিবার (১৩ ফেব্রুয়ারি) বাংলাদেশ জাতীয়তাবাদী দলের স্থায়ী কমিটির এক ভার্চুয়াল সভায় দেশে বিদ্যমান আর্থ-সামাজিক ও রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয় ওই সভায় সর্বসম্মতিক্রমে তিনটি প্রস্তাব ও সিদ্ধান্ত গৃহীত হয়

খন্দকার মোশাররফ হোসেন বলেন, জাতীয় প্রেসক্লাবের সামনে বিএনপির শান্তিপূর্ণ কর্মসূচি পালনে সন্ত্রাসী কায়দায় বাধা, মানববন্ধন কর্মসূচিতে আক্রমন, মিথ্যা মামলা দায়েরের তীব্র ক্ষোভ ও প্রতিবাদ জানিয়ে চলমান আন্দোলন অব্যাহত রাখার দৃঢ় সংকল্প ব্যক্ত করা হয় সভায় মিথ্যা মামলাগুলো প্রত্যাহার এবং গ্রেপ্তারকৃতদের আশু মুক্তির জন্যও জোর দাবি জানানো হয়