খেলাধুলা ১৫ ফেব্রুয়ারি, ২০২১ ০১:১৮

পাপনের পর টিকা নিলেন নান্নু

স্পোর্টস ডেস্ক

করোনা ভাইরাসের কারণে এক বছরের মতো সময় স্থবির হয়ে থাকা জনজীবন সচল হল হতে শুরু করেছে গত বছরের শেষেই তবে অপেক্ষা ছিল ভ্যাকসিনের সেটাও এসেছে

বাংলাদেশেও ভ্যাকসিন দেয়ার কার্যক্রম শুরু হয় চলতি মাস থেকে যেখানে সাধারণ মানুষ থেকে শুরু করে ভ্যাকসিন নিচ্ছেন সবাই এই তালিকায় যোগ হলেন ক্রিকেটার ক্রিকেট সংশ্লিষ্টরাও

আজ ১৫ ফেব্রুয়ারি দুপুরে করোনা ভ্যাকসিন নিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) প্রধান নাজমুল হাসান পাপন কুর্মিটোলা হাসপাতালে ভ্যাকসিন নেন তিনি

বোর্ড প্রধানের পর একই দিনে ভ্যাকসিন নিয়েছেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু সোমবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে কোভিড-১৯ ভ্যাকসিন নিয়েছেন সাবেক এই অধিনায়ক মিনহাজুল আবেদীনের স্ত্রী রীনি আবেদীনও ভ্যাকসিন নিয়েছেন আজ

এদিকে ভ্যাকসিন নেয়া শেষে নাজমুল হাসান জানান, ক্রিকেটারদের মধ্যে যদি কেউ ভ্যাকসিন না দিতে চায় তাতেও কোনো আপত্তি নেই

ক্রিকেটারদের বেলায় টিকা নেওয়া বাধ্যতামূলক করা হচ্ছে না যে খুশি নিতে পারে