সারাদেশ ১৯ ফেব্রুয়ারি, ২০২১ ০৬:০৩

বেগুনের আড়ালে গাঁজা চাষ!

নিজস্ব প্রতিবেদক

দিনের বেশির ভাগ সময় তার কাঁটে ক্ষেতে। বেগুন চাষের আড়ালে গাঁজা চাষ করে আসছিলেন বৃদ্ধ কৃষক শহীদ মিয়া। অবশেষে ধরা পরতে হল তাকে।

গতকাল বৃহস্পতিবার পুলিশ গাঁজা গাছসহ শহীদ মিয়াকে (৬৫) আটক করে। আটক শহীদ মিয়া উপজেলার মনিয়ন্ধ ইউনিয়নের উত্তর নোয়ামোড়া গ্রামের মৃত চান মিয়ার ছেলে।

থানার এসআই জসিম উদ্দিন জানান, গ্রামবাসীর অভিযোগ পেয়ে তিনি উত্তর নোয়ামোড়া গ্রামে ছুটে যান। তিনি সেখানে বেগুন ক্ষেতে একটি গাঁজা গাছ শনাক্ত করেন। পরে তিনি গাছসহ খেতের মালিক শহীদ মিয়াকে আটক করে থানায় নিয়ে আসেন।

তবে শহীদ মিয়া অভিযোগ অস্বীকার করে বলেন, ভালো ফলনের আশায় তিনি সব সময়ই ক্ষেতে বেশি সময় কাটান। কখন যে বেগুন গাছের আড়ালে একটি গাঁজা গাছ গজিয়ে উঠেছে তিনি বুঝতে পারেননি। মনে হয় এটি বিচি থেকে গজিয়েছে।

তিনি আরও জানান, গাঁজা সেবন তো দুরের কথা তিনি জীবনে কখনো ধূমপান পর্যন্ত করেননি।

বিকালে পুলিশ গাঁজা গাছসহ শহীদ মিয়াকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নূরে এ আলম তাকে এক হাজার টাকা জরিমানা করেন।