সারাদেশ ২০ ফেব্রুয়ারি, ২০২১ ০৩:৪৭

রায়পুরে ৫ লাখ মিটার কারেন্ট জাল জব্দ

নিজস্ব প্রতিবেদক

লক্ষ্মীপুরের রায়পুরে অভিযান চালিয়ে প্রায় লাখ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করেছে কোস্টগার্ড এসময় অভিযানের খবর টের পেয়ে জালের সাথে সংশ্লিষ্ট জেলেরা পালিয়ে যাওয়ায় কাউকে গ্রেফতার করা যায়নি

শনিবার ভোররাতে উপজেলার মেঘনা নদীতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব জাল জব্দ করা হয়

জানা যায়, কোস্টগার্ড জেলা মৎস্য অফিসারের যৌথ অভিযানের খবর টের পেয়ে জেলে জাটকা ব্যবসায়ীরা পালিয়ে যায় কারণে কাউকে গ্রেফতার করা যায়নি জব্দকৃত জালগুলো লোকজনের সামনে আগুনে পুড়িয়ে ফেলা হয় জব্দ কারেন্ট জালের বর্তমান বাজার মূল্য প্রায় পোনে দুই কোটি টাকা

রায়পুর উপজেলা কোস্টগার্ড পূর্বজোনের কমান্ডেন্ট অফিসার মো. নজরুল ইসলাম জানান, ভোররাতে মেঘনা নদীতে অভিযান চালিয়ে প্রায় লাখ মিটার কারেন্ট জাল জব্দ করি তবে এর সাথে সংশ্লিষ্ট কাউকে গ্রেফতার করা যায়নি মেঘনা নদীতে কারেন্ট জাল জাটকা নিধন রোধে অভিযান অব্যাহত থাকবে