বিনোদন ২০ ফেব্রুয়ারি, ২০২১ ০৮:৩৭

সম্পন্ন হয়েছে এটিএম শামসুজ্জামানের জানাজা

বিনোদন ডেস্ক

প্রখ্যাত অভিনেতা এটিএম শামসুজ্জামানের প্রথম জানাজা সম্পন্ন হয়েছে আজ বাদ জোহর পর নারিন্দার পীর সাহেব বাড়ি মসজিদে তার জানাজা হয়

প্রথম জানাজা শেষে সূত্রাপুরে কমিউনিটি সেন্টারে তার মরদেহ নেওয়া হবে সেখানে শ্রদ্ধা জানানোর পর সূত্রাপুর জামে মসজিদে তার দ্বিতীয় জানাজা হবে এরপর জুরাইন কবরস্থানে তাকে দাফন করা হবে তবে এফডিসি বা অন্য কোথাও তার মরদেহ নেওয়া হবে না বলে পারিবারিক সূত্রে জানা গেছে

আজ শনিবার সকাল সাড়ে আটটায় রাজধানীর সূত্রাপুরের নিজ বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন প্রবীণ অভিনেতা এটিএম শামসুজ্জামান

এটিএম শামসুজ্জামান দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন শ্বাসকষ্টের সমস্যা নিয়ে গত বুধবারও তাকে হাসপাতালে যেতে হয়েছিল শুক্রবার বিকালে সেখান থেকে বাসায় ফিরেছিলেন তিনি শনিবার সকালে সেখানেই তার মৃত্যু হয়

অভিনয়ের জন্য আজীবন সম্মাননার পাশাপাশি ছয়বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া এটিএম শামসুজ্জামান ২০১৫ সালে একুশে পদকে ভূষিত হন