শেয়ার বাজার ২২ ফেব্রুয়ারি, ২০২১ ১০:৩২

ডেল্টা স্পিনার্সের লেনদেন শুরু হবে মঙ্গলবার

নিজস্ব প্রতিবেদক

ক্যাটেগরি পরিবর্তন করে আগামীকাল মঙ্গলবার থেকে ফের লেনদেন চালু হচ্ছে ডেল্টা স্পিনার্সের। বস্ত্র খাতের তালিকাভুক্ত কোম্পানিটির লেনদেন আজ সোমবার বন্ধ ছিল। মূলত ডেকর্ড ডেটের কারণে লেনদেন বন্ধ ছিল বলে জানিয়েছে ডিএসই।

মূল মার্কেটে লেনদেন বন্ধ থাকলেও স্পট ও ব্লকে চালু ছিল। জানা গেছে, রেকর্ড ডেটের কারণে আজ সোমবার কোম্পানিটির শেয়ার লেনদেন বন্ধ রয়েছে।

‘জেড’ থেকে ‘বি’ ক্যাটাগরিতে স্থানান্তর হয়েছে কোম্পানিটি। আর “বি” ক্যাটাগরির অধীনে আগামীকাল মঙ্গলবার থেকে শুরু হবে এ কোম্পানির শেয়ার লেনদেন। এজন্য সিকিউরিটিজ আইন অনুযায়ী ক্যাটাগরি পরিবর্তনের ক্ষেত্রে এক মাস এ শেয়ারের বিনিয়োগকারীরা মার্জিন ঋণ পাবেন না। আগামী ২৩ ফেব্রুয়ারি থেকে এটি কার্যকর হবে।

সূত্র:শেয়ার বিজ