জাতীয় ২৩ ফেব্রুয়ারি, ২০২১ ১১:৪১

প্রধানমন্ত্রীর নেতৃত্বের প্রশংসা এডিবির

ডেস্ক রিপোর্ট

করোনা মহামারি মোকাবিলা এবং টিকা কার্যক্রম সফলভাবে শুরু করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বের প্রশংসা করেছে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (এডিবি)

মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এডিবির কান্ট্রি ডিরেক্টর মনমোহন প্রকাশ

বৈঠকে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়া সাক্ষাৎ শেষে প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব এম. এম. ইমরুল কায়েস সাংবাদিকদের ব্রিফ করেন

বাংলাদেশ সরকারের ভ্যাকসিন কার্যক্রমের প্রশংসা করে মনমোহন প্রকাশ বলেন, সফলভাবে টিকা কর্মসূচি চালিয়ে যাওয়া এশিয়ার তিনটি দেশের মধ্যে বাংলাদেশ অন্যতম

সাক্ষাৎকালে করোনা ভ্যাকসিন কর্মসূচিতে বাংলাদেশকে ৯৪০ মিলিয়ন ডলার সহায়তা করতে এডিবির প্রস্তাবের কথা জানান এডিবির কান্ট্রি ডিরেক্টর মনমোহন প্রকাশ

আলাপকালে ঢাকা-বরিশাল-পটুয়াখালী-পায়রা রেললাইন নির্মাণে সরকার অগ্রাধিকার দিচ্ছে বলে জানান প্রধানমন্ত্রী

করোনার ক্ষতি পোষাতে বাংলাদেশের সকল অর্থনৈতিক সেক্টর খুলে দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সময়োপোযোগী সিদ্ধান্তের প্রশংসা করেন মনমোহন প্রকাশ

সাক্ষাৎকালে এডিবির দুটি বই—‘এশিয়া জার্নি টু প্রসপারিটি: পলিসি, মার্কেট অ্যান্ড টেকনোলোজি ওভার ফিফটি ইয়ার্সএবংসাউথইস্ট বাংলাদেশ ইকোনোমিক করিডোর কমপ্রিহেনসিভ ডেভেলপমেন্ট প্ল্যানপ্রধানমন্ত্রীর হাতে তুলে দেন এডিবির কান্ট্রি ডিরেক্টর