সারাদেশ ২৪ ফেব্রুয়ারি, ২০২১ ১০:০৭

কুমিল্লায় টাকা আত্মসাতের মামলায় ব্যাংকের গার্ড গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

কুমিল্লা নগরীর পদুয়ার বাজার এলাকায় পূবালী ব্যাংকে এক গ্রাহকের ছয় লাখ টাকা আত্মসাতের মামলায় ব্যাংকের সিকিউরিটি গার্ড মো. এরশাদুল হক ক্লিনার তাপস কুমার দাসকে গ্রেফতার করেছে পুলিশ বুধবার তাদেরকে আদালতে নিয়ে রিমান্ড আবেদন করা হবে বিষয়টি নিশ্চিত করেছেন সদর দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দেবাশীষ চৌধুরী

মামলার তদন্ত কর্মকর্তা এসআই খাদেমুল বাহার বলেন, ভুক্তভোগী গ্রাহক নজরুল ইসলাম মঙ্গলবার রাত ৮টায় একটি মামলা দায়ের করেন তার হিসাব থেকে ছয় লাখ টাকা আত্মসাতের ঘটনায় সদর দক্ষিণ থানায় তিনি মামলাটি দায়ের করেন রাতে জিজ্ঞাসাবাদের জন্য ব্যাংকের সিকিউরিটি গার্ড ক্লিনারকে আটক করি কথাবার্তা অসংলগ্ন মনে হলে তাদের ওই মামলায় গ্রেফতার দেখানো হয় বুধবার তাদেরকে আদালতে নিয়ে রিমান্ড আবেদন করবো

ভুক্তভোগী গ্রাহক নজরুল ইসলাম জানান, গত ১৮ ফেব্রুয়ারি পূবালী ব্যাংক থেকে তার ব্যবহৃত মোবাইল ফোনে একটি এসএমএস আসে এতে উল্লেখ ছিল, তার একাউন্ট (নং ৩৩৫৬১০১১০৮৩৮০) থেকে ছয় লাখ টাকা উত্তোলন করা হয়েছে সোমবার ব্যাংকে গিয়ে ঘটনার সত্যতা জানতে পারেন

ঘটনার দিন ম্যানেজারের দায়িত্বে থাকা সেকেন্ড অফিসার জাহিদুল ইসলাম বলেন, ব্যাংকের পিছনের একটি ভেন্টিলেটর ভেঙ্গে সিসিটিভি হার্ডডিস্ক পুড়িয়ে ফেলার ঘটনায় ২২ ফেব্রুয়ারি আমি কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেছি

শাখা ম্যানেজার মালেকা ফারাহ দীবা বলেন, টাকা উত্তোলনের বিষয়টি আমাদের আঞ্চলিক ঢাকার টিম তদন্ত করে দেখছে পরবর্তীতে বিস্তারিত জানাতে পারবো

পূবালী ব্যাংক লিমিটেডের কুমিল্লার ডিজিএম লতিফুর রহমান গ্রাহকের হিসাব থেকে টাকা উত্তোলনের বিষয়টি নিশ্চিত করে বলেন, আমরা প্রথম থেকেই বিষয়টি গুরুত্বের সাথে দেখছি আশা করছি, দ্রুত দায়ীদের শনাক্ত করতে পারবো