জাতীয় ২৪ ফেব্রুয়ারি, ২০২১ ০২:০৯

বাংলাদেশ-ভারত স্বরাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক শনিবার

ডেস্ক রিপোর্ট

দীর্ঘ দিন শান্ত থাকার পর পার্বত্য চট্টগ্রামে বিচ্ছিন্নতাবাদীরা ফের মাথা চাড়া দিয়ে উঠেছে এবং তাদের একটি অংশ ভারতে আশ্রয় নিচ্ছে বলেও অভিযোগ রয়েছে আগামী শনিবার (২৭ ফেব্রুয়ারি) অনুষ্ঠেয় দুই দেশের স্বরাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকে বিষয়ে আলোচনা হতে পারে

বুধবার (২৩ ফেব্রুয়ারি)পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রে তথ্য জানা গেছে বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানান, গত ডিসেম্বরে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্স-বিএসএফ মহাপরিচালক পর্যায়ের বৈঠকে বিষয়টি আলোচনা হয়েছিল ওই সময় ভারতের মিজোরামে বিচ্ছিন্নতাবাদের ঘাঁটি আছে বলে বাংলাদেশের পক্ষ থেকে জানানো হয়

স্বরাষ্ট্র সচিব পর্যায়ের এবারের বৈঠকে বিষয়টি আলোচনা হতে পারে কিনা জানতে চাইলে তিনি বলেন, সম্ভাবনা আছে

উল্লেখ্য, বাংলাদেশে বিচ্ছিন্নতাবাদীরা অবস্থান করছে বলে ভারত সব সময় অভিযোগ করলেও এবারে ঢাকা অভিযোগ করছে, ভারতের রাজ্যে বিচ্ছিন্নতাবাদীদের অবস্থান সম্পর্কে

জানা গেছে, দীর্ঘ চার বছর পর বাংলাদেশ ভারতের মধ্যে আগামী ২৭ ২৮ ফেব্রুয়ারি স্বরাষ্ট্র সচিব পর্যায়ে ভার্চুয়ালি এই বৈঠক হবে বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেবেন সুরক্ষা সেবা বিভাগের সিনিয়র সচিব মো. শহিদুজ্জামান এবং ভারতের পক্ষে নেতৃত্ব দেবেন অজয় কুমার ভাল্লা

দুই দিনের বৈঠকে আলোচ্য বিষয়

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, সীমান্ত ব্যবস্থাপনা নিরাপত্তাএই দুটি বড় বিষয় নিয়ে এবারের বৈঠকে আলোচনা হবে সীমান্ত ব্যবস্থাপনার মধ্যে সীমান্তে হত্যাকাণ্ড, ফেন্সিং, দুই সীমান্ত বাহিনীর মধ্যে ব্যবস্থাপনা সংক্রান্ত সমঝোতা, মাদক, অস্ত্রসহ বিভিন্ন চোরাচালান, মানবপাচারসহ অন্যান্য বিষয় নিয়ে আলোচনা হবে অপরদিকে আলোচ্য সূচিতে নিরাপত্তা বিষয়ের মধ্যে থাকছেসন্ত্রাসবাদ, জাল অর্থ, বিছিন্নতাবাদ, ভিসাসহ অন্যান্য বিষয়

প্রসঙ্গে সরকারের একজন কর্মকর্তা বলেন, সীমান্তে হত্যাকাণ্ড শূন্যের কোঠায় নামিয়ে আনার বিষয়টি আমাদের দিক থেকে জোরালোভাবে তোলা হবে

আগে সীমান্তে হত্যাকাণ্ডের জন্য গরু চোরাচালানকে দায়ী করা হতো, কিন্তু বর্তমানে এর পরিমাণ অনেকটা কমে গেছে বলে তিনি জানান

ওই কর্মকর্তা বলেন, চোরাচালান বিশেষ করে মাদক চোরাচালান বাংলাদেশের জন্য বড় একটি সমস্যা এবং এটিকে কীভাবে নিয়ন্ত্রণ করা যায়, সেটা নিয়েও দুই সচিব আলোচনা করবেন

ভারতের বেশিরভাগ স্থলবন্দর এখনও বন্ধ রয়েছে এবং ফলে বাংলাদেশিরা স্থলপথে ভারতে প্রবেশ করতে পারছে না কারণে অনেক রোগী এবং অন্যান্য জরুরি কাজে ভারতে গমনকারীরা বিপদে পড়ছেন বলে জানান তিনি

এই কর্মকর্তা বলেন, ভিসার ক্ষেত্রে আরেকটি সমস্যা হচ্ছেভারতে যে স্থলবন্দর দিয়ে প্রবেশ করা হয়,ঠিক সেই একই বন্দর দিয়েই প্রস্থান করতে হয়, যা অনেক ক্ষেত্রে অসুবিধার সৃষ্টি করে এই বিষয়টি সহজ করার জন্য বৈঠকে তোলা হবে বলে তিনি জানান