আন্তর্জাতিক ২৫ ফেব্রুয়ারি, ২০২১ ১২:১৮

স্কুটিতে চেপে অফিসে গেলেন মমতা

ডেস্ক রিপোর্ট

বিধানসভা ভোটের আগে আবারও আলোচনার জন্ম দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার কালীঘাটের নিজ বাসভবন থেকে প্রায় সাড়ে ৭ কিলোমিটার ব্যাটারিচালিত স্কুটিতে চেপে নিজের অফিস নবান্নে পৌঁছান মমতা। ভারতে পেট্রোল-ডিজেল ও রান্নার গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে এমন অভিনব প্রতিবাদ বলে জানান মমতা। 

কলকাতায় প্রতিলিটার পেট্টোলের মূল্য প্রায় ৯২ টাকা, ডিজেল ৮৫ টাকার ঘরে। চলতি মাসেই ১৫ দফা বেড়েছে পেট্রোলের দাম। শুধু তাই নয়, বুধবার (২৪ ফেব্রুয়ারি) রাতে নতুন করে সিলিন্ডার প্রতি ২৫ টাকা বেড়েছে রান্নার গ্যাসের দামও। এক মাসের ব্যবধানে তিন দফায় সিলিন্ডার গ্যাসের দাম বেড়েছে প্রায় একশো টাকা।

এ অবস্থায়, জ্বালানি তেল ও গ্যাসের এই অসহনীয় মূল্য বৃদ্ধি, ভারতের করোনা পরবর্তী ভঙ্গুর অর্থনীতিতে বড় প্রভাব ফেলবে বলে মনে করছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর তাই, বৃহস্পতিবার ইলেক্ট্রনিক স্কুটিতে করে অফিসে গিয়ে অভিনব কায়দায় এর প্রতিবাদ জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন সকাল সাড়ে ১১টার দিকে কালীঘাটের নিজের বাড়ি থেকে কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের স্কুটিতে রওয়ানা হন তিনি। প্রায় সাড়ে ৭ কিলোমিটার পথ স্কুটিতে চড়েই অতিক্রম করেন মমতা।

এদিকে, ভোটের মুখে যখন অভিনব প্রতিবাদে গোটা রাজ্যের মানুষের সামনে নতুন করে হাজির হলেন মমতা, ঠিক তখনই সোনার বাংলা গড়ার কর্মসূচি নিয়ে পশ্চিমবঙ্গের জনগণের মুখোমুখি সর্বভারতীয় বিজেপি সভাপতি জেপি নাড্ডা। নির্বাচন সামনে রেখে বুধবার, একদিনের সফরে পশ্চিমবঙ্গে আসেন তিনি।

আগামী মে মাসের আগেই পশ্চিমবঙ্গে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে বিধানসভা নির্বাচন। আর একে কেন্দ্র করে প্রায় প্রতিদিনই প্রচারণার নানা কৌশল অবলম্বন করছে ক্ষমতাসীন তৃণমূল ও বিরোধী দল বিজেপি।