বিনোদন ২৮ ফেব্রুয়ারি, ২০২১ ০৬:০২

কবে মুক্তি পাচ্ছে পরিণীতির ‘সাইনা’

বিনোদন ডেস্ক

ভারতের বিখ্যাত ব্যাডমিন্টন খেলোয়াড় সাইনা নেহওয়ালের বায়োপিকে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া। দীর্ঘদিন এ সিনেমার শুট করেছেন পরিণীতি। খেলা শিখেছেন এবং অভিনয়-নৈপুণ্য দেখাতে কঠোর পরিশ্রম করেছেন।

এর আগে খবর বেরিয়েছিল, অমল গুপ্তে পরিচালিত এ সিনেমা অ্যামাজন প্রাইম ভিডিওতে মুক্তি পাবে। কিন্তু সাম্প্রতিক প্রতিবেদন বলছে, নির্মাতারা চাইছেন খুব শিগগিরই প্রেক্ষাগৃহে মুক্তি দিতে।

প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের কেন্দ্রীয় সরকার কর্তৃক প্রেক্ষাগৃহের আসন শতভাগ ব্যবহারের অনুমোদনের পর প্রযোজকেরা মনে করছেন, প্রেক্ষাগৃহে ‘সাইনা’ মুক্তি দেওয়াটা সেরা সিদ্ধান্ত হবে। খেলোয়াড়ের জীবনী বড় পর্দায় উপভোগ করতে পারবেন দর্শক।

b

জানা গেছে, এ বছরের ২৬ মার্চ অথবা ৯ এপ্রিল সিনেমাটি মুক্তি দেবেন। কিন্তু এখন তাঁরা ২৬ মার্চ মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। এ বছর প্রযোজক ভূষণ কুমারের ২০টির বেশি চলচ্চিত্র রয়েছে, যা ধারাবাহিকভাবে মুক্তি পাবে। ১৯ মার্চ ‘মুম্বাই সাগা’ দিয়ে শুরু হচ্ছে সেই যাত্রা। ‘মুম্বাই সাগা’ ও ‘সাইনা’, দুই সিনেমা ডিজিটাল প্ল্যাটফর্মে মুক্তির কথা থাকলেও পরে প্রেক্ষাগৃহে মুক্তির সিদ্ধান্ত নেওয়া হয়।

অন্যদিকে, এ বছর পরপর তিন সিনেমা মুক্তি পাবে পরিণীতি চোপড়ার। অর্জুন কাপুরের সঙ্গে ‘সন্দীপ অউর পিঙ্কি ফারার’ মুক্তি পাবে ১৯ মার্চ। গতকাল ২৬ ফেব্রুয়ারি নেটফ্লিক্সে মুক্তি পায় তাঁর ‘দি গার্ল অন দ্য ট্রেন’।