সারাদেশ ২ মার্চ, ২০২১ ০৬:২০

সিলেটে করোনার টিকা গ্রহণে পিছিয়ে নারীরা

নিজস্ব প্রতিবেদক

সিলেটে দিন দিন করোনার টিকা গ্রহীতার সংখ্যা বাড়লেও পুরুষের তুলনায় বেশ পিছিয়ে আছেন নারীরা বিভিন্ন শ্রেণি পেশার পর্যন্ত ৩২ লাখের বেশি মানুষ টিকা নিয়েছেন এর মধ্যে ২০ লাখই পুরুষ তবে নারীদের টিকা নেয়ার হার গত দুই-একদিনে কিছুটা বেড়েছে

টিকা গ্রহণে অনীহা, ভীতি আর দূরত্বের কারণে নারীরা এক্ষেত্রে পিছিয়ে পড়েছেন এছাড়া তাদের উৎসাহ দিতে পুরুষরা এগিয়ে আসছেন না

সিলেট স্বাস্থ অধিদপ্তরের সহকারী পরিচালক ডা. আনিসুর রহমান জানান, সোমবার সিলেট বিভাগে করোনার টিকা নিয়েছেন হাজার ৯৭৫জন এরমধ্যে পুরুষ হাজার ৯৩৪ মহিলা হাজার ৪১জন পর্যন্ত নিবন্ধন করেছেন লাখ ৩৯ হাজার ১১৮ জন এবং টিকা নিয়েছেন লাখ ৯৬ হাজার ৯৩৬ জন

স্বাস্থ্য অধিদপ্তরের দেয়া তথ্য অনুযায়ী, সবমিলিয়ে এখন পর্যন্ত দেশে টিকা গ্রহীতার সংখ্যা দাঁড়িয়েছে ৩২ লাখ ২৬ হাজার ৮২৫ জন পর্যন্ত মোট টিকা গ্রহীতাদের মধ্যে পুরুষ ২০ লাখ ৮১ হাজার ৮১৬ জন আর নারী ১১ লাখ ৪৫ হাজার নয়জন

আরও জানা গেছে, সিলেট বিভাগে মোট টিকা নিয়েছেন এক লাখ ৯৭ হাজার ৬৬ জন এদের মধ্যে পুরুষ এক লাখ ২৪ হাজার ৭৮০ আর নারী ৭২ হাজার ২৮৬ জন

সিলেট বিভাগজুড়ে করোনার টিকা গ্রহণে নারীদের উৎসাহ প্রদানে আরো প্রচারণা প্রয়োজন বলে মনে করছেন সংশ্লিষ্টরা তারা বলছেন, নারীদের টিকাগ্রহণে ভীতি দূর করতে হবে টিকাকেন্দ্রের ভিড়ের কথা চিন্তা করেও অনেকে আগ্রহ হারান নির্দিষ্ট সময় অথবা দিন শুধুমাত্র নারীদের টিকাদানের জন্য নির্ধারিত করলে তাদের আগ্রহ বাড়তে পারে

তারা মনে করেন, নারীদের টিকাগ্রহণে সবচেয়ে বেশি ভূমিকা রাখতেন পারেন পুরুষরা প্রত্যেক পরিবারের পুরুষরা সহযোগিতা করলে টিকাগ্রহণে নারীদের অংশগ্রহণ আরও বৃদ্ধি পাবে