সারাদেশ ৩ মার্চ, ২০২১ ০৯:২৩

মন্ত্রণালয়ের সম্মতি পেলে অনুষ্ঠিত হবে নড়াইলের সুলতান মেলা

উজ্জ্বল রায়, নড়াইল প্রতিনিধি

নড়াইলে সুলতান মেলার প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সভার সিদ্ধান্ত মোতাবেক, পবিত্র রমজান শুরুর আগে ‘১০ দিনব্যাপী সুলতান মেলা’ অনুষ্ঠানের কথা হয়েছে।

তবে করোনা সংকটের কারণে মেলার আনুষ্ঠানিকতা হবে কিনা, তা নির্ভর করছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সম্মতির ওপর। আগামি দুই থেকে তিনদিনের মধ্যে বিষয়টি পরিষ্কার হবে বলে প্রস্তুতি সভা থেকে জানানো হয়েছে। 

জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমানের সভাপতিত্বে প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন- নবাগত পুলিশ সুপার প্রবীর কুমার রায়, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইয়ারুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সালমা সেলিম, অবসরপ্রাপ্ত জেলা শিক্ষা অফিসার ইউসুফ আলী, বীরমুক্তিযোদ্ধা সাইফুর রহমান হিলু, অধ্যক্ষ রওশন আলীসহ অনেকে। 

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এসএম সুলতানের ৯৬তম জন্মবার্ষিকী উপলক্ষে এ মেলা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। গত বছর ১৬ জানুয়ারি সুলতান মেলার উদ্বোধন করা হয়। মাটি ও মানুষের শিল্পী’ এসএম সুলতান ১৯২৪ সালের ১০ আগস্ট নড়াইলের মাছিমদিয়ায় জন্মগ্রহণ করেন।

অসুস্থ অবস্থায় ১৯৯৪ সালের ১০ অক্টোবর যশোর সম্মিলিত হাসপাতালে শেষ নি:শ্বাস ত্যাগ করেন। নড়াইলে সুলতান কমপ্লেক্স চত্বরে তাকে সমাহিত করা হয়। উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে।