অন্যান্য ৪ মার্চ, ২০২১ ০৬:২৩

এইচ টি ইমামের রুহের মাগফিরাত কামনা এমডব্লিউইআরের

ডেস্ক রিপোর্ট

প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা, প্রখ্যাত বুদ্ধিজীবী, রাজনীতিবিদ, প্রশাসক হোসেন তৌফিক ইমাম (এইচ টি ইমাম) এর মৃত্যুতে তার রুহের মাগফিরাত কামনা করেছেন মুভমেন্ট ফর ওয়ার্ল্ড এডুকেশন রাইটস-এমডব্লিউইআর।

আজ বৃহস্পতিবার ( ৪ মার্চ) সংগঠনটির আহ্বায়ক ফারুক আহমাদ আরিফ ও যুগ্ম-আহ্বায়ক এনায়েতুল্লাহ কৌশিক গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে মাগফিরাত কামনা করা হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৯৭১ এ মহান মুক্তিযুদ্ধকালীন অস্থায়ী বাংলাদেশ সরকারের তিনি প্রথম ক্যাবিনেট সচিবের দায়িত্ব পালন শুরু করেন, যা ১৯৭৫-এর ২৬ আগস্ট পর্যন্ত অব্যাহিত ছিল। তা ছাড়া ১৯৭৮ থেকে ১৯৮৪ পর্যন্ত সাভারস্থ লোকপ্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের প্রকল্প পরিচালকের দায়িত্বসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে দেশের সেবা করে গেছেন। তার মৃত্যুতে দেশ একজন সত্যিকারের সেবককে হারালো। এ ছাড়াও বাংলাদেশ সরকার ১৯৭১ ও বাংলাদেশ সরকার ১৯৭১-৭৫ বই দুটি মুক্তিযুদ্ধের তথ্য-উপাত্তসংক্রান্ত আকরগ্রন্থ। তার শোকসন্তপ্ত পরিবার-পরিজনকে আল্লাহ ধৈর্য ধারণ করার শক্তি দান করুন। এইচ টি ইমামকে আল্লাহ জান্নাতে স্থান দিন।