খেলাধুলা ১১ মার্চ, ২০২১ ০৯:৩৫

‘ফোরাম অব ইয়াং গ্লোবাল লিডার্স’ এর তালিকায় মাশরাফি

ডেস্ক রিপোর্ট

জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা দক্ষিণ এশিয়ার সেরা তরুণ নেতার তালিকায় জায়গা করে নিয়েছেন। সম্প্রতি ফোরাম অব ইয়াং গ্লোবাল লিডার্স এ তালিকা প্রকাশ করেছে।

নিজেদের ওয়েবসাইটে মাশরাফিকে নিয়ে ফোরাম অব ইয়াং গ্লোবাল লিডার্স বলেছে, ম্যাশ তিনটি আন্তর্জাতিক টুর্নামেন্ট ফাইনালে জাতীয় ক্রিকেট দলকে নেতৃত্ব দিয়েছেন। নিজের এলাকা নড়াইলে দারিদ্র্য দূর করতেও তিনি ভূমিকা রেখেছেন।

নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশন নামের এক ফাউন্ডেশনও প্রতিষ্ঠা করেছেন মাশরাফি। বিশেষায়িত শিক্ষা ব্যবস্থা প্রণয়ন, কর্মসংস্থান, ক্রীড়া প্রশিক্ষণ এবং চিত্রা নদী এলাকায় পর্যটনের পরিবেশ তৈরিসহ ৬টি লক্ষ্য সামনে রেখে এ ফাউন্ডেশন প্রতিষ্ঠিত।

প্রতি বছর রাজনীতি, বাণিজ্য, শিক্ষা, মিডিয়া এবং শিল্পে বিশেষ অবদান রাখা অনূর্ধ্ব-৩৮ বছর বয়সী ব্যক্তিদের তালিকা প্রকাশ করে ফোরাম অব ইয়াং গ্লোবাল লিডার্স।