Notice: Trying to access array offset on value of type null in /home/u863453615/domains/amaderkagoj.com/public_html/includes/frontend/contents/post.php on line 46

টিকটক নিষিদ্ধ করলো যে দেশ

ডেস্ক রিপোর্ট

পেশোয়ার হাইকোর্টের রায়ের পর আবারও চীনা অ্যাপ টিকটক নিষিদ্ধ করলো পাকিস্তান।  

আদালতের মতে, টিকটকের অনেক ভিডিও পাক সমাজের কাছে গ্রহণযোগ্য নয়। এর আগেও দেশটিতে এই অ্যাপ নিষিদ্ধ করা হয়েছিল।

পেশোয়ার আদালত রায়ের পর পাক প্রশাসন রেগুলেটরকে নির্দেশ দেয় যে, অবিলম্বে সব সার্ভিস প্রোভাইডারকে বলে টিকটক বন্ধ করে দিতে হবে। এই চীনা অ্যাপ লাদাখ সংঘর্ষের পর ভারতেও নিষিদ্ধ করা হয়।

টিকটকের বিরুদ্ধে হাইকোর্টে মামলা করেছিলেন পাকিস্তানের দুই আইনজীবী। তাদের অভিযোগ ছিল, চীনের টিকটক অ্যাপটিতে যেসব ভিডিও আপলোড করা হয়, তা অনৈতিক ও পাকিস্তানের নৈতিক মূল্যবোধের সঙ্গে যায় না। আদালত তাদের যুক্তি মেনে নিয়েছেন।

তবে টিকটক বলেছে, তারা সবসময়ই সৃজনশীলতাকে উৎসাহ দেয়। আপত্তিকর পোস্ট সরিয়ে দেওয়ার জন্য তাদের উপযুক্ত প্রযুক্তি আছে।  

এর আগে ২০২০ সালের অক্টোবরে পাকিস্তানে প্রথমবার টিকটক নিষিদ্ধ করা হয়। অশ্লীল পোস্টদাতাদের অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়ার শর্তে কয়েকদিন পর তা খুলে দেওয়া হয়।  


আরো খবর