খেলাধুলা ১৩ মার্চ, ২০২১ ০৩:৩৭

ফিটনেস নিয়ে আপস করা হবে না : কোহলি

স্পোর্টস ডেস্ক

অস্ট্রেলিয়া সফরে যাওয়ার সুযোগ পেয়েছিলেন বরুণ চক্রবর্তী আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের হয়ে নিয়মিত উইকেট নিয়ে নজরে এসেছিলেন নির্বাচকদের কিন্তু কনুইয়ের চোটের জন্য সেবার যাওয়া হয়নি অস্ট্রেলিয়া

ফের সুযোগ দিয়েছিলেন নির্বাচকরা ইংল্যান্ডের বিরুদ্ধে টি২০ সিরিজের ১৯ জনের দলে রেখেছিলেন তাকে এবার ইয়ো ইয়ো পরীক্ষায় ফেল করে সেই সুযোগ হারালেন বরুণ যে ঘটনায় বেশ ক্ষুব্ধ বিরাট কোহলি

ভারত অধিনায়ক বলেন, ‘প্রত্যেকের বোঝা উচিত যে ভারতীয় দল একটা নিয়মে চলে কেউ সেই নিয়মের ঊর্ধ্বে নয় ফিটনেসের চূড়ায় থাকা জরুরি সেই জন্যই ভারতীয় দল সারা বিশ্বে সফল আমরা আশা করব দলে সুযোগ পেতে হলে সেই নিয়ম মেনে চলতে হবে কোনো রকম আপস করা হবে না এই বিষয়ে

কোহলির ইঙ্গিত যে বরুণের দিকে তা বুঝতে অসুবিধা হয়নি কারোই বরুণের আগে ইয়ো ইয়ো পরীক্ষায় ফেল করেছিলেন অম্বাতি রায়ডু, মোহম্মদ শামি সঞ্জু স্যামসনদের মতো ক্রিকেটাররা তবে পরবর্তী সময় পরীক্ষায় পাস করে দলে জায়গা করে নিয়েছিলেন তারা