Notice: Trying to access array offset on value of type null in /home/u863453615/domains/amaderkagoj.com/public_html/includes/frontend/contents/post.php on line 46

হজযাত্রীদের টিকা নেয়ার সূচি জানাল মন্ত্রণালয়

ডেস্ক রিপোর্ট

মার্চের মধ্যে নিবন্ধিত হজযাত্রীদের করোনার প্রথম ডোজ এবং মে’র মধ্যে দ্বিতীয় ডোজ নেওয়ার অনুরোধ জানিয়েছে ধর্ম মন্ত্রণালয়।

গতকাল বৃহস্পতিবার মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মো. আনোয়ার হোসাইন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে আরও বলা হয়, যারা হজে যেতে নিবন্ধন করেছেন তাদের মধ্যে ৪০ বছরের নিচে ৪,৮৩৩ জন এবং ৪০ বছরের ঊর্ধ্বে ৫৫,৮৭৩ জন। এর মধ্যে ৪০ বছরের বেশি বয়সী যারা তাদের অগ্রিম প্রস্তুতি হিসেবে করোনার টিকা নিতে হবে।

এছাড়া টিকা কার্ডে ট্র্যাকিং নম্বর, নাম, জন্ম তারিখ, পিতার নাম, মাতার নাম, জাতীয় পরিচয়পত্র নম্বর, এজেন্সির নাম উল্লেখ থাকবে। এর আগে, হজে যেতে হলে করোনার ভ্যাকসিন নেওয়া বাধ্যতামূলক করে সৌদি সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয় গেজেট প্রকাশ করেছে।


আরো খবর