সারাদেশ ২০ মার্চ, ২০২১ ০৩:৪৩

চাঁদপুরে যুবককে কুপিয়ে হত্যা

ডেস্ক রিপোর্ট

চাঁদপুরের হাইমচর উপজেলার বিঙ্গুলিয়া গ্রামে মাদক সেবনে বাধা দেওয়াকে কেন্দ্র করে সংঘবদ্ধ মাদকসেবীরা ধারালো অস্ত্র দিয়ে মো. মোবারক গাজী (২০) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো চার জন।

শুক্রবার (১৯ মার্চ) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার আলগী ইউনিয়নের ভিঙ্গুলিয়া গ্রামের হাফেজিয়া মাদরাসার সামনে এ ঘটনা ঘটে।

মোবারক ওই গ্রামের গাজী বাড়ীর মো. গনি গাজীর ছেলে। মোবারক নারায়ণগঞ্জে একটি ময়দার মিলে শ্রমিকের কাজ করতেন।

আহতরা হলেন-ভিঙ্গুলিয়া গ্রামের মহিন খান (১৮), মহিন ভুঁইয়া (২১), রাজু আহম্মেদ (২৫) ও হামিদ (২০)। এদের মধ্যে রাজু ও হামিদ প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়িতে চলে গেছেন। মহিন খান ও মহিন ভুঁইয়া চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।

আহত মহিন ভুঁইয়ার বাবা শাহজাহান ভুঁইয়া বলেন, বৃহস্পতিবার সন্ধ্যায় বাংলাবাজার এলাকায় রাস্তার পাশে কালু জমাদারের ছেলে আলাউদ্দিন ও সোলেমান গাঁজা সেবন করছিলো। এ সময় মহিন খাঁন ওই দুইজনকে মাদক সেবন থেকে বিরত থাকা এবং ওই স্থান ত্যাগ করার জন্য বলেন। এ ঘটনার জেরে শুক্রবার সন্ধ্যার দিকে মহিন খান, মহিন ভুঁইয়া ও রাজ আহমেদ বাংলাবাজারের দিকে যাচ্ছিলো। তখন আগে থেকে দেশীয় অস্ত্র নিয়ে ওৎ পেতে থাকা মিজান খানের ছেলে রাজন খাঁন, মোহন খাঁন ও আলাউদ্দিন তাদের ওপর হামলা করে। এসময় দু’পক্ষকে শান্ত করার জন্য মোবারকসহ কয়েকজন এগিয়ে গেলে হামলাকারীরা প্রথমে মোবারকের মাথা, কান ও গলায় ধারালো অস্ত্র দিয়ে কোপ দেয়। ওই অবস্থায় তাকে উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে আসার পথেই তার মৃত্যু হয়।

হাইমচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবর রহমান মোল্লা বলেন, আগের ঘটনার সূত্র ধরে এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আমরা পুরো ঘটনাটি তদন্ত করে দেখছি। আসামিদের গ্রেফতার করার চেষ্টা অব্যাহত রয়েছে।

চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (হেড কোয়াটার) আসাদুজ্জামান বলেন, ঘটনার খবর পেয়ে হাসপাতাল পরিদর্শন করা হয়েছে। প্রাথমিকভাবে জেনেছি আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ঘটনাটি ঘটেছে। ঘটনার সঙ্গে যারা জড়িত তাদের সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ধরার চেষ্টা করছি।

এদিকে খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) কাজী মো. আবদুর রহীম ও হাইমচর থানার ওসি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।