সারাদেশ ২১ মার্চ, ২০২১ ০৬:৪১

তিন দিনে বাড়তে পারে তাপমাত্রা

ডেস্ক রিপোর্ট

বাংলাদেশে ২৩ মার্চের পর তাপপ্রবাহ শুরু হতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা তারা বলছেন, এখন বাতাসে আদ্রতা কম তাই তাপমাত্রা বাড়া সত্ত্বেও তাপপ্রবাহ ঘোষণা করা হচ্ছে না তবে ২৩ মার্চের পর তাপপ্রবাহ ঘোষণা করা হতে পারে

এদিকে আজ রবিবার সকাল ৯টা পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে আবহাওয়া অধিদফতর জানিয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে সারাদেশে দিন রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে

সেইসঙ্গে আগামী তিনদিনে তাপমাত্রা বাড়তে পারে পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ হিমালয়ের পাদদেশীয় পশ্চিমবঙ্গ তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে

বাংলাদেশে এখন বেশ কিছু জায়গায় ৩৬ ডিগ্রি সেলসিয়াসের ওপর তাপমাত্রা রেকর্ড করা হচ্ছে এরপরও কেন তাপপ্রবাহ ঘোষণা করা হচ্ছে না? ব্যাপারে আবহাওয়াবিদ ওমর ফারুক গণমাধ্যমকে বলেন, ‘এখন বাসাতে আদ্রতা কম আদ্রতা বেশি হলে গরমের অনুভূতি বাড়ে আর বাড়তি তাপমাত্রা একই অঞ্চলে থাকায় তাপপ্রবাহ ঘোষণা হয় না অঞ্চল আস্তে আস্তে বাড়তে থাকলে আমরা তাপপ্রবাহ ঘোষণা করব যতক্ষণ অবস্থা না হয় ততক্ষণ পর্যন্ত তাপপ্রবাহ ঘোষণা করা হবে না ২৩ মার্চের পর তাপপ্রবাহ ঘোষণা হতে পারে