খেলাধুলা ৫ অক্টোবর, ২০২২ ১২:১৯

‘ইন্টার’এ হোঁচট খেল বার্সা


নিজস্ব প্রতবেদক

চ্যাম্পিয়নস লিগে ইন্টার মিলানের কাছে হেরে গ্রুপ পর্ব  থেকে বিদায় নেওয়ার শঙ্কায় বার্সেলোনা। গ্রুপ পর্বে ৩ শেষে এক জয় ও দুই হারে ৩ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের তিন নম্বরে আছে বার্সা।

ইন্টার মিলানের বিপক্ষে বার্সেলোনার ম্যাচটি ছিল  টিকে থাকার লড়াই। টিকে থাকার সে মিশনে ইন্টারে হোঁচট খেলো বার্সা।ইতালিয়ান জায়ান্টদের কাছে ১-০ গোলে হারতে হলো কাতালানদের।

এ হারে শঙ্কা জেগেছে গ্রুপ পর্ব থেকেই বার্সেলোনার বিদায়ের। ‘সি’ গ্রুপে থাকা বার্সা ৩ ম্যাচে এক জয় ও দুই হারে ৩ পয়েন্ট নিয়ে টেবিলের তিন নম্বরে আছে।তিন ম্যাচের সবকটিতে জিতে ৯ পয়েন্ট নিয়ে শীর্ষে বায়ার্ন মিউনিখ। ৬ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে ইন্টার।

২৪ মিনিটে ইন্টার পেনাল্টির আবেদন করলেও ভিএআর দেখে সেটি প্রত্যাখ্যান করেন রেফারি, তবে প্রথমার্ধের যোগ করা অতিরিক্ত সময়ের দ্বিতীয় মিনিটে আর রক্ষা হয়নি বার্সার।

ইতালিয়ান লেফটব্যাক ফেডেরিকো ডিমার্কোর অ্যাসিস্টে বল পেয়ে ডান পায়ের দূরপাল্লার শটে ম্যাচের একমাত্র গোলটি করেন তুর্কি অ্যাটাকিং মিডফিল্ডার হাকান।

ম্যাচের বাকি সময় কোন দলই গোল করতে না পারায়। এক শূন্য গোল ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে ইন্টার মিলান।

আমাদের কাগজ//টিএ