সড়ক দুর্ঘটনা ৮ অক্টোবর, ২০২২ ০৯:৪৮

প্রতিপক্ষের হামলা থেকে বাঁচতে গিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত ৩

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ সদরে প্রতিপক্ষের ধাওয়ায় পালাতে গিয়ে সড়ক দুর্ঘটনায় ছাত্রলীগের তিন নেতাকর্মী নিহত হয়েছেন। শুক্রবার রাত ১১টার দিকে ঝিনাইদহ-চুয়াডাঙা সড়কের আঠারো মাইল লেবুতলা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ঝিনাইদহ সরকারি ভেটেরিনারি কলেজের ভিপি মুরাদ বিশ্বাস এবং দুই ছাত্রলীগ কর্মী তৌহিদুল ইসলাম ও সমরেশ হোসেন ছমির। তাদের বাড়ি সদর উপজেলার কুশাবাড়িয়া গ্রামে।

পুলিশ জানায়, শুক্রবার রাতে সদর উপজেলার কুমড়াবাড়িয়া ইউনিয়নের ঘোষপাড়ায় জোহান ড্রিম ভ্যালি পার্কে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সমঝোতা বৈঠক চলছিল। বৈঠক শেষে ভেটেরিনারি কলেজের জিএস সজিব মোটরসাইকেল নিয়ে বের হলে প্রধান সড়কে ছাত্রলীগের আরেকটি গ্রুপ তার ওপর হামলা চালায়। তারা তাকে কুপিয়ে জখম করে।

সজিব দৌড়ে পাশের একটি বাড়িতে আশ্রয় নেয়। পুলিশকে খবর দিলে তারা তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পৌঁছে দেয়। এ ঘটনার পরপর ভিপি মুরাদসহ তিনজন একই মোটরসাইকেলে ড্রিম ভ্যালি পার্ক থেকে বের হলে তাদের ওপরও হামলা চালানো হয়।

দ্রুত মোটরসাইকেল চালিয়ে তারা পালাতে গেলে আঠারো মাইল লেবুতলা এলাকায় পল্লী বিদ্যুৎ ডিপোর সামনে খুঁটিবোঝাই একটি ট্রাকের সঙ্গে ধাক্কা লাগে। ঘটনাস্থলেই তিনজন নিহত হন।

ঝিনাইদহ ফায়ার সার্ভিসের উপপরিচালক মো. শামীমুল ইসলাম জানান, মাথায় আঘাত লেগে তিনজনের মৃত্যু হয়েছে। তাদের মোটরসাইকেল ভেঙে চুরমার হয়ে গেছে। মরদেহগুলো হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ সোহেল রানা জানান, সজিবের বাম হাতে কোপের দাগ আছে। তাকে রক্তাক্ত অবস্থায় পুলিশ হাসপাতালে নিয়ে আসে। এখন তার অবস্থা ভালো। একইভাবে তিনজনের ওপরও হামলা চালানো হয়। হামলা থেকে বাঁচতে সড়ক দুর্ঘটনায় তারা মারা গেছে।