অর্থ ও বাণিজ্য ৮ অক্টোবর, ২০২২ ০৩:০০

সপ্তাহের ব্যবধানে সূচক বেড়েছে শেয়ারবাজারে

ডেস্ক রিপোর্ট:

সপ্তাহের ব্যবধানে সব সূচক বেড়েছে দেশের শেয়ারবাজারে। বাজার মূলধনও বেড়েছে গেল সপ্তাহে। শনিবার(০৮ অক্টোবর) সাপ্তাহিক পর্যালোচনায় এমন তথ্য জানা গেছে। 

গেলো সপ্তাহের শুরুতে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বাজার মূলধন ছিল ৫ লাখ ১৯ হাজার ৯১৪ কোটি ৪ লাখ ৮৫ হাজার টাকা। সপ্তাহের শেষ দিন বাজার মূলধন দাঁড়িয়েছে ৫ লাখ ২১ হাজার ৬৭৬ কোটি ৪৫ লাখ ৬২ হাজার ৬৯২ টাকা। সপ্তাহের ব্যবধানে বাজার মূলধন ১ হাজার ৭৬২ কোটি ৪০ লাখ ৭৭ হাজার ৬৮৭ টাকা বেড়েছে। 

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সপ্তাহের শুরুতে বাজার মূলধন ছিল ৪ লাখ ৪২ হাজার ২৮৪ কোটি ৫৮ লাখ টাকা। সপ্তাহের শেষ দিন বাজার মূলধন দাঁড়িয়েছে ৪ লাখ ৪২ হাজার ৫২৫ কোটি ২৭ লাখ টাকা। সপ্তাহের ব্যবধানে বাজার মূলধন বেড়েছে ২৪১ কোটি টাকা । 

ডিএসইতে গেলো সপ্তাহে ৫ হাজার ২৭৮ কোটি ১৭ লাখ ৮০ হাজার টাকার লেনদেন হয়েছে। আর আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ৭ হাজার ৩০৬ কোটি ১৭ লাখ ৬৭ হাজার টাকা। সপ্তাহের ব্যবধানে ডিএসইতে লেনদেনে কমেছে ২ হাজার ২৭ কোটি ৯৯ লাখ ৮৬ হাজার টাকা । 

সপ্তাহের ব্যবধানে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৫৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ৫৬৯ পয়েন্টে। অপর সূচকগুলোর মধ্যে ডিএসইর শরিয়াহ সূচক ২৩ পয়েন্ট বেড়ে ১ হাজার ৪৪৩ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৩১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৩৬১ পয়েন্টে। 

ডিএসইতে গেলো সপ্তাহে মোট ৩৮৭ প্রতিষ্ঠান শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ১০১টির, কমেছে ৯৪টির এবং অপরিবর্তিত রয়েছে ১৯২টি শেয়ার ও ইউনিটের দর। 

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) গেলো সপ্তাহে  ৮৯ কোটি ১৯ লাখ ৯১ হাজার ৪২৫ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ৫৩৪ কোটি ১৬ লাখ ৭০ হাজার ৬৫৬ টাকা। সপ্তাহের ব্যবধানে সিএসইতে লেনদেন ৪৪৪ কোটি ৯৬ লাখ ৭৯ হাজার ২৩১ টাকা কমেছে। 

সপ্তাহের ব্যবধানে সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১৪৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৯ হাজার ৩৩২ পয়েন্টে। সিএসইর অপর সূচকগুলোর মধ্যে সিএসসিএক্স ৮৬ পয়েন্ট বেড়ে ১১ হাজার ৫৮৯ পয়েন্টে এবং সিএসই ৩০ সূচক ৯ পয়েন্ট কমে ১৩ হাজার ৪৬৪ পয়েন্টে অবস্থান করছে। 

সপ্তাহজুড়ে সিএসইতে ৩০৭টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এরমধ্যে ৮৭টির দর বেড়েছে, ৭৮টির কমেছে এবং ১৪২টির দর অপরিবর্তিত রয়েছে।

আমাদের কাগজ//জেডআই