আন্তর্জাতিক ৯ অক্টোবর, ২০২২ ০৩:৪৯

ক্রিমিয়ায় সেতুতে হামলা

প্রতিশোধের কথা ভাবছে রাশিয়া

ছবি: এএফপি

ছবি: এএফপি

নিজস্ব প্রতিবেদক

ক্রিমিয়ার সঙ্গে রাশিয়ার মূল ভূখণ্ডকে যুক্ত করা সেতুতে শক্তিশালী বিস্ফোরণের ঘটনায় প্রতিশোধের কথা ভাবছে রাশিয়া। সেতুটিকে ২০১৪ সালে ক্রিমিয়া উপদ্বীপকে রাশিয়ার সঙ্গে যুক্ত করার প্রতীক হিসেবে বিবেচনা করা হয়। এই রেল ও সড়ক সংযোগ কার্চ সেতু হিসেবেও পরিচিত। সেতুটি ২০১৮ সালে চালু হয়। 

ক্রিমিয়ায় ক্রেমলিনের নিয়োগ করা গভর্নর সের্গেই আকসিওনভ বলেন, ‘পরিস্থিতি নিয়ন্ত্রণযোগ্য। এটা অপ্রীতিকর হলেও খুব বেশি মারাত্মক কিছু নয়। অবশ্য এ নিয়ে আবেগ কাজ করছে। এর প্রতিশোধ নেওয়ার ইচ্ছাও কাজ করছে।’

বিস্ফোরণের কয়েক ঘণ্টা পরে রাশিয়া ঘোষণা করেছে, তারা ইউক্রেনের যুদ্ধের জন্য সের্গেই সুরোভিকিন নামের এক অভিজ্ঞ কমান্ডারকে নিয়োগ দিয়েছে। ১৯৯০ ও ২০১৭ সালে সিরিয়ায় রুশ সামরিক অভিযানের নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা রয়েছে তাঁর।

এদিকে সেতুতে ক্ষতির ঘটনায় ইউক্রেনের উচ্ছ্বাস দেখা গেছে। কারণ, ক্রিমিয়া থেকে এখন ইউক্রেনের দক্ষিণাঞ্চলে রুশ সেনাদের জন্য এ রেল ও সড়কসেতু ব্যবহার করে রসদ পাঠানো কঠিন হবে। ইউক্রেনের পক্ষ থেকে আরও উত্তেজনা বেড়ে যাওয়া নিয়ে উদ্বেগ জানানো হয়েছে।

আকসিওনভ বলেন, ক্রিমিয়ায় এক মাসের বেশি সময়ের জ্বালানি রয়েছে ও দুই মাসের খাবার রয়েছে। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, দক্ষিণ ইউক্রেনে যুদ্ধরত তাদের সেনাদের কাছে সড়কপথ ও নৌপথে যথাযথভাবে রসদ পৌঁছাতে পারবেন।

রাশিয়ার যোগাযোগ মন্ত্রণালয় থেকে বলা হয়েছে, বিস্ফোরণের ১০ ঘণ্টা পর সেতুটিতে আবার হালকা যানবাহন চলাচল শুরু হয়েছে। সেতুর রেলপথের অংশও সচল হয়েছে বলে মনে হয়েছে। বিস্ফোরণে একটি তেলবাহী ট্রেনেও আগুন ধরে গিয়েছিল।

বিস্ফোরণের কয়েক ঘণ্টা পরে রাশিয়া ঘোষণা করেছে, তারা ইউক্রেনের যুদ্ধের জন্য সের্গেই সুরোভিকিন নামের এক অভিজ্ঞ কমান্ডারকে নিয়োগ দিয়েছে। ১৯৯০ ও ২০১৭ সালে সিরিয়ায় রুশ সামরিক অভিযানের নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা রয়েছে তাঁর।

ইউক্রেনের পক্ষ থেকে অবশ্য সেতুতে হামলার দায় সরাসরি স্বীকার করা হয়নি। তবে রাশিয়ার পক্ষ থেকে দাবি করা হয়েছে, একটি ট্রাক বোমা ব্যবহার করে এ বিস্ফোরণ ঘটানো হয়েছে। কিন্তু ইউক্রেনের একজন কর্মকর্তা সেতু ধ্বংসের ছবি দিয়ে ‘শুভ জন্মদিন’ বার্তা দেওয়ার ঘটনায় এ বিস্ফোরণের পেছনে তাদের হাত থাকার বিষয়ে প্রশ্ন উঠছে। উল্লেখ্য, গত শুক্রবার ছিল রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের জন্মদিন।

এদিকে ইউক্রেনের জাপোরিঝঝিয়া অঞ্চলের স্থানীয় কর্মকর্তা আনাতোলি কুরতেভ এক টেলিগ্রাম বার্তায় বলেন, গতকাল রাতেই জাপোরিঝঝিয়া এলাকায় ক্ষেপণাস্ত্র হামলা চালান রুশ সেনারা। এতে ১৭ জন নিহত হন। এতে আবাসিক এলাকার ভবন ও রাস্তার ক্ষতি হয়েছে। ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির জ্যেষ্ঠ উপদেষ্টা আন্তোন গেরাসচেঙ্কো বলেন, হামলায় আহত হয়েছেন ৪০ জন। তবে এগুলো প্রাথমিক হিসাব।

২০১৪ সালে ক্রিমিয়া নিজেদের অংশ ঘোষণা করে রাশিয়া। এরপর সেখানে ১৯ কিলোমিটার দীর্ঘ সেতু তৈরি করে। কিয়েভের পক্ষ থেকে রুশ সেনাদের দ্রুত ইউক্রেনের দখল করা অঞ্চল ছাড়ার দাবি করা হয়েছে।

আমাদের কাগজ//টিএ