আন্তর্জাতিক ১৯ অক্টোবর, ২০২২ ০১:২৫

ছাগল নিয়ে দেশে ফিরেছে ব্রুনেই সুলতান

ছবি:ইন্টারনেট

ছবি:ইন্টারনেট

নিজস্ব প্রতিবেদক: সাম্প্রতি বাংলাদেশের খাসির মাংস খাওয়ার পর এর স্বাদ নিয়ে প্রশংসা করেন ব্রুনেইয়ের সুলতান হাজি হাসানাল বলকিয়াহ মুইজ্জাদ্দিন ওয়াদদৌল্লাহ। তাঁকে উপহার হিসেবে ১৫টি ছাগল, এক জোড়া ময়ূর এবং এক জোড়া ময়না  ব্রুনেইতে পাঠানো হয়েছে। 

১৫ টি ছাগল ‘কৃষি কূটনীতির’অংশ হিসেবে ব্রুনেইয়ের সুলতানকে ছাগল উপহারের পাঠানো হয়েছে। এটি নিয়ে অনেক আগে থেকেই ছাগলে বিষয় নিয়ে আলোচনা চলছিলো, সব প্রস্তুতি শেষে এবার উপহার হিসেবে পাঠানো হয়।

গত রোববার (১৬ অক্টোবর) পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন সাংবাদিকদের বলেন, ‘ছাগল ওনার (ব্রুনেই সুলতানের) খুব পছন্দ। উনি যাওয়ার সময় আমরা কিছু (ছাগল) দিয়ে দেব।’গত শনিবার বাংলাদেশ সফরের প্রথম দিনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বঙ্গভবনে ব্রুনেইয়ের সুলতানের সম্মানে নৈশভোজের আয়োজন করেন। কূটনৈতিক সূত্র বলছে, ওই নৈশভোজের ফাঁকে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন, পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলমসহ কয়েকজন মিলে  সুলতান ও তাঁর সফরসঙ্গীদের পুরান ঢাকার কাচ্চি বিরিয়ানি দিয়ে আতিথেয়তা করেন।

সাম্প্রতিক সময়ে বাংলাদেশের কাচ্চি বিরিয়ানি খাওয়ার পর থেকেই উপাদেয় খাবারটির প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন ব্রুনেইয়ের উচ্চপদস্থ লোকজন। এমনকি কালিজিরা আর বাসমতি চালের মধ্যে কোন ধরনের কাচ্চির স্বাদটা বেশি, সেটি নিয়েও তাঁরা কথা বলেছেন। এর পাশাপাশি কাচ্চি বিরিয়ানিতে আলু আছে কি নেই, সেটি নিয়েও তাঁরা আলোচনা করেন। সম্প্রতি ঢাকা সফরের সময় ব্রুনেইয়ের পররাষ্ট্রমন্ত্রী এরিওয়ান পেহিন ইউসুফ কাচ্চি বিরিয়ানিতে আলু আছে কি না, তা খুঁজছিলেন।

 

আমাদের কাগজ//টিএ