শিল্প ও সাহিত্য ২৩ অক্টোবর, ২০২২ ০৭:৪৫

কবি শামসুর রাহমানের জন্মদিন আজ

কবি শামসুর রাহমান

কবি শামসুর রাহমান

নিজস্ব প্রতিবেদক: আধুনিক বাংলা কবিতার অন্যতম কবি শামসুর রাহমানের ৯৩তম জন্মদিন আজ। ১৯২৯ সালের  ২৩ অক্টোবর আজকের এই দিনে ঢাকার মাহুতটুলিতে জন্মগ্রহণ করেন কবি।

কবি শামসুর রাহমান ৭৭ বছর জীবনের বেশির ভাগ সময় কবিতা রচনায় মগ্ন ছিলেন। বিংশ শতাব্দীর ত্রিশের দশকের পাঁচজন মহান কবির পর তিনি আধুনিক বাংলা কবিতার প্রধান পুরুষ হিসেবে বিখ্যাত। ষাটের দশকের গোড়ার দিকে সাহিত্য জগতে কবির প্রতিভার বিস্তার ঘটে। অনন্য কবি শামসুর রাহমান। তিনি আধুনিক বাংলা কবিতার অন্যতম জনক।

শামসুর রাহমান তার কবিতার ভাষায় পরাধীনতার শৃঙ্খল পেরিয়ে বাঙালীর স্বাধীনতার কথা বলেছেন। নাগরিক এই কবি আমৃত্যু স্বদেশের প্রতি ছিলেন দায়বদ্ধ। সাম্প্রদায়িকতা ও স্বৈরাচারের বিরুদ্ধে যেমন কবিতার ভাষায় প্রতিবাদ করেছেন, তেমনি মুক্তিযুদ্ধকালে স্বাধীনতার আকাক্সক্ষায় উজ্জীবিত মানুষকে প্রেরণা দিয়েছেন কবিতার সৃষ্টিশীলতায়।

বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের উপর তাঁর দুটি কবিতা, 'স্বাধীন তুমি' এবং 'তোমাকে পাওয়ার হে স্বাধীন' উভয়ই অনুপ্রেরণামূলক এবং ব্যাপকভাবে প্রশংসিত। পত্রপত্রিকায় লেখা তাঁর কল্পনাপ্রসূত কবিতার ওপর ভিত্তি করে বইটি প্রকাশিত হওয়ার আগেই শামসুর রাহমান কাব্যপ্রেমীদের নজর কেড়েছিলেন।

১৯৬০ সালে প্রকাশিত হয় তার প্রথম কাব্যগ্রন্থ ‘প্রথম গান দ্বিতীয় মৃত্যুর আগে’। কবির নিমগ্ন অন্তর্গত বোধ ও ভাবনার জগতের অপূর্ব রূপায়ণ ছিল এই কাব্যগ্রন্থ।

ষাটের দশকে প্রকাশিত কবির উল্লেখযোগ্য কাব্যগ্রন্থগুলো হলো রৌদ্র করোটিতে, নিরালোকে দিব্যরথ, বিধ্বস্ত নীলিমা ও আমি অনাহারী। আইয়ুববিরোধী গণঅভ্যুত্থান এবং মুক্তিযুদ্ধপূর্ব ও পরবর্তী বাস্তবতায় অস্ত্র হিসেবে বেছে নিয়েছেন কলমকে। রচনা করেছেন অজস্র অনবদ্য কবিতা।

তার রচিত বন্দিশিবির থেকে, দুঃসময়ে মুখোমুখি, ফিরিয়ে নাও ঘাতক কাঁটা, উদ্ভট উটের পিঠে চলেছে স্বদেশ কাব্যগ্রন্থগুলোয় তীক্ষ ও প্রবলভাবে বিম্বিত হয়েছে গণমানুষের কণ্ঠস্বরের প্রতিধ্বনি। সত্তরের নম্বেরের ভয়াল জলোচ্ছ্বাসের পর মওলানা ভাসানীর পল্টনের ঐতিহাসিক জনসভার পটভূমিতে রচিত ‘সফেদ পাঞ্জাবি,বর্ণমালা আমার দুঃখিনী বর্ণমালা’, একাত্তরের পটভূমিতে তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা, স্বাধীনতা তুমি, গেরিলা, কাক ইত্যাদি কবিতাগুলোয় কোটি মানুষের কণ্ঠধ্বনি।

তিনি ১৯৬৯ সালের গণঅভ্যুত্থানে শহীদ আসাদকে নিয়ে 'আসাদের শার্ট' কবিতাটি লেখেন। বাংলাদেশের অবিসংবাদিত নেতা শেখ মুজিবুর রহমান কারাগারে থাকাকালীন তাকে উৎসর্গ করে 'টেলেমাকাস' কবিতাটি লিখেছিলেন। লিখেছেন সামরিক অত্যাচারের বিরুদ্ধে, হোমল্যান্ড এবং ইকারাসের আকাশ অদ্ভুত উটের পিঠে।

সকল প্রতিভার জগত ছেড়ে ২০০৬ সালের ১৭ আগস্ট মৃত্যুবরণ করেন কবি শামসুর রাহমান।


আমাদেরকাগজ/এইচএম