দুর্যোগ ২৪ অক্টোবর, ২০২২ ০১:২৭

ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে ঢাকায় বৃষ্টি থাকবে যতদিন

ছবি:ইন্টারনেট

ছবি:ইন্টারনেট

নিজস্ব প্রতিবেদক:ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে সারা দেশের মতো ঢাকায় (২৪ অক্টোবর) সোমবার সকাল থেকেই বৃষ্টি ও ঝোড়ো হাওয়া শুরু হয়েছে। আবহাওয়া অধিদপ্তরের বিশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আজ সারা দিন ঢাকার পার্শ্ববর্তী এলাকাগুলোতেও বৃষ্টি হবে। এবং আগামীকাল মঙ্গলবারও  বৃষ্টি অব্যহত থাকতে পারে।  পরশু বুধবার বৃষ্টি কিছুটা কমে আসবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ঘূর্ণিঝড়টি বাংলাদেশের পায়রা বন্দর থেকে ৪৯৫ কিলোমিটার দূরে আছে। এটি বাংলাদেশের উপকূলের দিকেই ধেয়ে আসছে। এর প্রভাবে উপকূলের বিভিন্ন জেলায় প্রবল বৃষ্টি ও ঝোড়ো হাওয়া শুরু হয়েছে।

আবহাওয়াবিদ মো. আবদুল মান্নান বলেন, রংপুর বিভাগ বাদ দিয়ে আজ সারা দেশেই বৃষ্টি হবে। বৃষ্টি হবে কালও। বুধবার বৃষ্টির রেশ কিছুটা কমে আসবে। কিছু কিছু জায়গা বৃষ্টিহীনও থাকতে পারে সেদিন। 

আজ মধ্যরাতের পরে ঘূর্ণিঝড়টি বাংলাদেশ উপকূল অতিক্রম করতে পারে। দেশের উপকূলীয় জেলা পটুয়াখালী, বরিশাল ও ভোলায় এর প্রভাব অপেক্ষাকৃত বেশি হতে পারে।

 

আমাদের কাগজ//টিএ