আন্তর্জাতিক ২৮ অক্টোবর, ২০২২ ১২:৩০

ধর্মযাজকরাও পর্নোগ্রাফি দেখে: পোপ ফ্রান্সিস

পোপ ফ্রান্সিস

পোপ ফ্রান্সিস

আন্তর্জাতিক ডেস্ক: এবার পর্নোগ্রাফি নিয়ে মুখ খুলে ক্যাথলিক খ্রিস্টানদের সর্বোচ্চ ধর্মীয় গুরু পোপ ফ্রান্সিস অভিযোগ করে বলেন,  নান ও ধর্মযাজকরাও পর্নোগ্রাফি দেখেন। এছাড়া পর্নোগ্রাফি যাজকদের হৃদয়কেও দুর্বল করে দেয়। খবর বিবিসির।

ভ্যাটিকানে একটি অধিবেশন চলাকালীন ডিজিটাল এবং সোশ্যাল মিডিয়া কীভাবে সর্বোত্তম ব্যবহার করা যায় সে সম্পর্কে এক প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন ৮৬ বছর বয়সী এই ধর্মীয় নেতা। তিনি অনলাইনে পর্নোগ্রাফি দেখার বিপদ সম্পর্কে পুরোহিত এবং সন্ন্যাসীদের সতর্ক করেছিলেন।

তিনি আরও বলেন, পর্নোগ্রাফি এমন একটি পাপ যা অনেকেরই আছে... এমনকি পুরোহিত ও নানদেরও। সেখান থেকে শয়তান প্রবেশ করে। একটি বিশুদ্ধ হৃদয় কখনই এই অশ্লীল বা অশ্লীল তথ্য গ্রহণ করতে পারে না।

কীভাবে সোশ্যাল মিডিয়া এবং ডিজিটাল বিশ্বে নেভিগেট করা যায় সে সম্পর্কে পোপ বলেন, ডিজিটাল এবং সোশ্যাল মিডিয়া বিকল্পগুলি ব্যবহার করা উচিত, তবে খুব বেশি সময় নষ্ট করা উচিত নয়।

আমাদেরকাগজ/এইচএম