আন্তর্জাতিক ২৮ অক্টোবর, ২০২২ ১০:২৬

বন্যা-ভূমিধসে ফিলিপাইনে নিহত ৪২

আন্তর্জাতিক ডেস্ক: মৌসুমি ঘূর্নিঝড় ‘নালগায়ে’র প্রভাবে প্রবল বর্ষণ বন্যা ও ভূমিধসে ফিলিপাইনের মাগিন্দানাও প্রদেশে ৪২ জন নিহত হয়েছেন। এসময় আরও বহুসংখ্যক মানুষ নিখোঁজ রয়েছেন।

মাগিন্দানাও প্রদেশটি ফিলিপাইনের যে প্রশাসনিক অঞ্চলের অধীন, সেই ব্যাংসামোরো স্বায়ত্ত্বশাসিত অঞ্চলের স্থানীয় সরকার ও স্বরাষ্ট্রমন্ত্রী নাগিব সিনারিমবো বার্তাসংস্থা রয়টার্সকে এ তথ্য নিশ্চিত করেছেন।

ফিলিপাইন সাগরে গত কয়েকদিন ধরে চলা একটি নিম্নচাপ ঘুর্ণঝড়ে রূপ নিয়ে দেশটির দক্ষিণাঞ্চলের দিকে এগিয়ে আসছে। তার প্রভাবে বৃহস্পতিবার রাত থেকে দক্ষিণের প্রদেশগুলোসহ ফিলিপাইনের বিভিন্ন অঞ্চলে শুরু হয়েছে বৃষ্টি। তবে দক্ষিণের প্রদেশগুলোতে রীতিমতো ‘অভূতপূর্ব’ মাত্রার বৃষ্টি হচ্ছে বলে জানিয়েছেন সিনারিমবো।

রয়টার্সকে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা ঘূর্ণিঝড় মোকাবিলা সংক্রান্ত যাবতীয় প্রস্তুতি নিয়ে রেখেছিলাম, কিন্তু দুর্ভাগ্যবশত বৃহস্পতিবার থেকে প্রবল বৃষ্টি শুরু হয়েছে। এই অঞ্চলে এত বৃষ্টি এর আগে আমি দেখিনি।’

মাগিন্দানাও প্রদেশের দাতো ওদিন সিনসুয়াত, দাতো ব্লাসিন সুয়াত ও উপি প্রদেশে আকস্মিক বন্যা ও ভূমিধসে নিহতের ঘটনা ঘটেছে উল্লেখ করে সিনারিমবো বলেন, ‘দাতু ওদিন সিনসুয়াত শহরে পানিতে ডুবে এবং ভূমিধসে ২৭ জন মারা গেছে, দাতু ব্লাসিনসুয়াত শহরে ভূমিধসে মৃত্যু হয়েছে ১০ জনের এবং উপি শহরে মারা গেছে ৫ জন। তাদের মরদেহ উদ্ধারও করা হয়েছে।’

এছাড়া এখনও বহুসংখ্যক মানুষ নিখোঁজ রয়েছেন বলে জানান তিনি।


আমাদেরকাগজ/এইচএম