আন্তর্জাতিক ২৯ অক্টোবর, ২০২২ ০৬:৩২

সিঙ্গাপুরে তৈরি হচ্ছে প্রথম সুপার টল ভবন

আন্তর্জাতিক ডেস্ক: সিঙ্গাপুর বিশ্বের সবচেয়ে ঘনবসতিপূর্ণ দেশ হিসেবে পরিচিত। কিন্তু এই সিঙ্গাপুরে তুলনামূলকভাবে কম আকাশচুম্বী ভবন রয়েছে। তবে এবারই দেশে তৈরি হতে যাচ্ছে প্রথম সুপার টল আকাশচুম্বী ভবন। সুপার টল বিল্ডিংগুলি সাধারণত ৩০০ মিটারের বেশি লম্বা ভবনগুলিকে বোঝায়।এএক্সএ টাওয়ার নামে ৩০৫ মিটার উঁচু এ ভবনটির ঠিকানা ৮ শেনটন ওয়ে। 

এ বিষয়ে সিএনএন জানিয়েছে, ২০২৮ সাল নাগাদ এর নির্মাণ শেষ হবে হতে পারে। 

১.৬ মিলিয়ন বর্গফুট বিল্ডিংটি স্কিডমোর উইংস অ্যান্ড মেরিল দ্বারা ডিজাইন করা হয়েছে। আমেরিকান সংস্থাটি বিশ্বের সবচেয়ে উঁচু ভবন বুর্জ খলিফার নকশাও করেছে। ভবনটির ৩৪ তলায় থাকবে আবাসিক ফ্ল্যাট, অফিস এবং একটি বিলাসবহুল হোটেল।

কোম্পানির দাবি, নির্মাণাধীন ভবনটি হতে যাচ্ছে এশিয়ার সবচেয়ে টেকসই আকাশচুম্বী ভবনগুলোর মধ্যে এটি একটি। গত বৃহস্পতিবার নির্মাতা প্রতিষ্ঠান এ ভবনের নকশা প্রকাশ্যে আনে।

স্কিডমোরের মতে, ভবনটির নকশা 'বাঁশ গাছ' দ্বারা অনুপ্রাণিত করা হয়েছে। পুরো ভবনের অর্ধেকের বেশি ব্যবহার উপযোগী করা হবে। ১ লাখ বর্গফুটের বেশি এলাকা ছেয়ে যাবে বিভিন্ন ধরনের গাছপালা দিয়ে। পাখি ও প্রজাপতিকে আকর্ষণ করার জন্য বেছে বেছে গাছ লাগানো হবে।

এই ভবনের নকশা প্রকাশের পর বিভিন্ন গণমাধ্যমে শহরের কেন্দ্রস্থলে ২৮০ মিটারের বেশি উঁচু ভবন নির্মাণে নিষেধাজ্ঞার কথা উল্লেখ করা হয়েছে। তবে সিঙ্গাপুরের নগর উন্নয়ন কর্তৃপক্ষ এ ধরনের বিধিনিষেধ নিয়ে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি।

 

আমাদেরকাগজ/এইচএম