অর্থ ও বাণিজ্য ৩১ অক্টোবর, ২০২২ ১০:৩৮

বিশ্ববাজারে বেড়েছে গমের দাম

আন্তর্জাতিক ডেস্ক: কৃষ্ণ সাগর রপ্তানি চুক্তি থেকে রাশিয়ার প্রত্যাহার বিশ্বজুড়ে খাদ্যশস্য সরবরাহ নিয়ে উদ্বেগ তৈরি করেছে। রাশিয়া চুক্তি স্থগিত করার পর সোমবার বিশ্বব্যাপী গমের দাম প্রায় ৬ শতাংশ এবং ভুট্টার দাম ২ শতাংশের বেশি বেড়েছে।

গত ১৪ অক্টোবরের পর সোমবার শিকাগো বোর্ড অব ট্রেডের (সিবিওটি) সবচেয়ে সক্রিয় প্রতি বুশেল (১ বুশেল= ৩৫.২ লিটার) গমের দাম ৫ দশমিক ৭ শতাংশ বেড়েছে। এর ফলে প্রতি বুশেল গম ৮ দশমিক ৭৭ ডলারে বিক্রি হচ্ছে; যা গত ১৪ অক্টোবরের সর্বোচ্চ। সোমবার দিনের শুরুতে শিকাগো বোর্ড অব ট্রেডে গমের দাম প্রতি বুশেল সর্বোচ্চ ৮ দশমিক ৯৩ ডলারে পৌঁছায়।

এর আগে, গত মার্চে গমের দাম বুশেল প্রতি রেকর্ড ১৩.৬৪ ডলারে পৌঁছেছিল। শিকাগো বাণিজ্যে প্রতি বুশেল ভুট্টার দাম ১.৬ শতাংশ বেড়ে ৬.৯৮ ডলারে দাঁড়িয়েছে। একই সময়ে প্রতি বুশেল সয়াবিনের দাম ০.৬ শতাংশ বেড়ে ১৪.০৯ ডলারে দাঁড়িয়েছে।

সিঙ্গাপুরের একজন ব্যবসায়ী জানান, দাম বেড়েছে। তবে পরিস্থিতি কেমন মোড় নেয় তার উপর নির্ভর করছে পরবর্তী পদক্ষেপ।

কিয়েভ বলেছে, রাশিয়া এই চুক্তি থেকে প্রত্যাহারের জন্য পূর্বপরিকল্পিত অজুহাত তৈরি করেছে। অন্যদিকে ওয়াশিংটন বলেছে, রাশিয়া খাদ্যে অস্ত্র তৈরি করছে।

অন্য দুই সিঙ্গাপুর-ভিত্তিক ব্যবসায়ী বলেছেন, রাশিয়া চুক্তি থেকে বেরিয়ে যাওয়ার পর হাজার হাজার টন গম আফ্রিকা এবং মধ্যপ্রাচ্যে সরবরাহের অপেক্ষায় রয়েছে। ইউরোপের বিভিন্ন দেশে ইউক্রেনের ভুট্টা রপ্তানিও ক্ষতিগ্রস্ত হবে বলে আশা করা হচ্ছে।

জাতিসংঘ, তুরস্ক এবং ইউক্রেন জানিয়েছে, তারা শস্য রপ্তানি চুক্তির অধীনে সোমবার কমপক্ষে ১৬টি জাহাজের জন্য একটি ট্রানজিট পরিকল্পনা অগ্রসর করছে।


আমাদেরকাগজ/এইচএম