বিনোদন ৪ নভেম্বর, ২০২২ ১০:৪০

মাহি রাজশাহী যাওয়ায় যে গুঞ্জন চলছে

বিনোদন ডেস্ক: চিত্রনায়িকা মাহিয়া মাহি রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনে এমপি প্রার্থী হিসেবে আগামী নির্বাচনে অংশ নিতে পারেন বলে এলাকায় গুঞ্জন শুরু হয়েছে। তবে জানতে চাইলে বিষয়টি সরাসরি অস্বীকারও করেননি নায়িকা মাহি। তিনি গণমাধ্যমকে বলেছেন, এলাকার জনগণ চাইলে অবশ্যই সেটা হতে পারে।

নায়িকা মাহির গ্রামের বাড়ি চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায়। তবে পাশের জেলা রাজশাহীর তানোর উপজেলার মুণ্ডুমালায় নানাবাড়িতে তার জন্ম। মাঝেমধ্যেই এখানে আসেন তিনি। এখানে ‘স্বপ্ন ফাউন্ডেশন নামে একটি সংগঠন করেছেন। সংগঠনটির চেয়ারম্যান মাহিয়া মাহি।

বছর দুয়েক আগে মুণ্ডুমালায় স্বপ্ন ফাউন্ডেশন একটি ফুটবল প্রতিযোগিতার আয়োজন করে। ওই আয়োজনে রাজনৈতিকভাবে কিছুটা বাধাও আসে। তবে শেষ পর্যন্ত ওই টুর্নামেন্ট হয় এবং মাহি তা দেখতে আসেন। এবার মুণ্ডুমালায় কাবাডি প্রতিযোগিতার আয়োজন করে স্বপ্ন ফাউন্ডেশন ও জেলা ক্রীড়া সংস্থা। শুক্রবার এই খেলা দেখতে হাজির হয়েছিলেন নায়িকা।

বঙ্গবন্ধুর কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে মুণ্ডুমালা ফজল আলী মোল্লা ডিগ্রি কলেজ মাঠে কাবাডি খেলার আয়োজন করা হয়। টুর্নামেন্টে রাজশাহীর নয়টি উপজেলার নয়টি এবং জেলা পুলিশের একটি দল অংশ নেয়। সকালে এর উদ্বোধন করেন পুলিশ কর্মকর্তা ডিএ তায়েব। প্রথম পর্বে প্রধান অতিথি ছিলেন বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় সভাপতি ফাল্গুনী হামিদ। বিশেষ অতিথি ছিলেন সাধারণ সম্পাদক হাবিবুর রহমান।

বিকেলে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক হাবিবুর রহমান। এতে বিশেষ অতিথি ছিলেন পুলিশের রাজশাহী রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) আবদুল বাতেন, জেলা প্রশাসক আবদুল জলিল ও জেলা পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন। সভাপতিত্ব করেন স্বপ্ন ফাউন্ডেশনের চেয়ারম্যান চিত্রনায়িকা মাহি।

ভবিষ্যতে এমপি নির্বাচনে অংশ নেওয়ার ইচ্ছা আছে কি না জানতে চাইলে কাবাডি খেলার অনুষ্ঠানে উপস্থিত নায়িকা মাহি গণমাধ্যমকে বলেন, আপাতত না, অনেক দেরি আছে। যদি এলাকার লোকজন চায়, আমাকে ভালোবাসে, অবশ্যই সেটা হতে পারে, ইনশাআল্লাহ।

মাহি বলেন, বঙ্গবন্ধুর আদর্শে আমি আদর্শিত। সে বিষয়টা আমি সবাইকে জানাতে চাই। সবাই যে যার জায়গা থেকে এটা করতে পারে। আমি পলিটিকস বুঝি না যদিও, তবুও আমি স্টার্ট করেছি। আমি মানুষের সেবা করতে চাই। পলিটিকস আসলে আমি দেখি যে, মানুষের সেবা করা।এদিকে স্থানীয়রা বলছেন, এলাকায় গুঞ্জন রয়েছে যে নায়িকা মাহিয়া মাহি আগামী নির্বাচনে এমপি পদে নির্বাচন করতে চান।

আমাদের কাগজ/ইদি