সড়ক দুর্ঘটনা ৮ নভেম্বর, ২০২২ ০৯:৩০

ববি শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় মহাসড়ক অবরোধ

ববি প্রতিনিধি: বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ইসমাইল ইমন সড়ক দুর্ঘটনায় নিহতের ঘটনায় সাকুরা বাসের রুট পারমিট সাময়িক বাতিলসহ পাঁচ দফা দাবিতে মহাসড়ক অবরোধ করেছেন তার সহপাঠীরা। মঙ্গলবার (৮ নভেম্বর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের সামনে পটুয়াখালী-ঢাকা মহাসড়ক অবরোধ করেন তারা।

নিহত ইসমাইল ইমন মার্কেটিং বিভাগের শিক্ষার্থী ও ভোলার বাসিন্দা। আন্দোলনকারী শিক্ষার্থী ভূমিকা সরকার বলেন, সাকুরা বাসের চাপায় ইমন মারা গেছে। তার হত্যার বিচার চেয়ে আমরা সড়ক অবরোধ করেছি। যতদিন দাবি আদায় না হবে ততদিন আন্দোলন চালিয়ে যাব।

শিক্ষার্থীদের সড়ক অবরোধের কারণে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছে হাজার হাজার যাত্রী। অনেকে গাড়ি থেকে নেমে হেঁটে গন্তব্যের দিকে যাচ্ছেন। বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ড. খোরশেদ আলম বলেন, ঘটনাটি সমাধানের জন্য আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা চলছে। আমরা চাচ্ছি বিষয়টি দ্রুত সমাধান করতে। এছাড়া নিহত শিক্ষার্থীর পরিবারের পাশে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ রয়েছে।

উল্লেখ্য, গত রোববার (৬ নভেম্বর) ফরিদপুরের ভাঙ্গায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ইসমাইল ইমন সাকুরা বাসের ধাক্কায় গুরুতর আহত হন। ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় আজ মঙ্গলবার ইমন মারা যায়।

আমাদের কাগজ//জেডআই