শিক্ষা ১৫ সেপ্টেম্বর, ২০১৯ ০৪:২৮

গোলাম রাব্বানীকে নিয়ে নতুন করে যা বললেন ভিপি নুর

ডেস্ক রিপোর্ট ।। 

নানা অনিয়মের অভিযোগে ছাত্রলীগের সাধারণ সম্পাদক পদ হারানো গোলাম রাব্বানী ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের নির্বাচিত জেনারেল সেক্রেটারি (জিএস)। ছাত্রলীগ থেকে পদচ্যুত হওয়ার পর নৈতিকভাবে তার এ পদেও থাকার অধিকার নেই বলে মনে করেন ডাকসুর ভিপি নুরুল হক নুর।

এ বিষয়ে নুর বলেন, আসলে যেহেতু তার বিরুদ্ধে অনেক অভিযোগ উঠেছে, অভিযোগ প্রমাণিত হওয়ার ছাত্রলীগের পদও তিনি হারিয়েছেন; সেহেতু আমি মনে করি নৈতিকভাবে তার আর এ পদে থাকার অধিকার নেই।

তিনি আরও বলেন, আশা করছি রাব্বানী পদত্যাগ করবেন। তবে সে পদত্যাগ না করলে ডাকসু সভাপতি হিসেবে ঢাবি ভিসির উচিৎ তাকে পদচ্যুত করার উদ্যোগ নেওয়া।

ছাত্রলীগের মতো ঐতিহ্যবাহী একটি সংগঠন থেকে যাকে পদচ্যুত করা হয়েছে তার ডাকসু জিএস থাকা কোনোভাবেই উচিৎ নয়। এটির সঙ্গে ডাকসুর মান সম্মানও জড়িত, বলেন ভিপি নুর।

এদিকে, পদত্যাগ নয়, বরং ডাকসুতে আরো মনোযোগী হবেন বলে গণমাধ্যমকে জানান গোলাম রাব্বানী। তিনি বলেন, ডাকসুতে আমার যে ভূমিকা নেওয়ার সেটির দিকে আরো বেশি মনোযোগী হব।