আন্তর্জাতিক ৯ নভেম্বর, ২০২২ ০৫:৫০

যুক্তরাষ্ট্রের প্রথম সমকামী গভর্নর হচ্ছেন যিনি

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথমবারের মতো সমকামী নারী গভর্নর নির্বাচিত হতে যাচ্ছেন মাউরা হিলে (৫১)। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি।

বিবিসির তথ্যমতে, মাউরা হিলে ক্ষমতাসীন ডেমোক্রেটিক পার্টির প্রার্থী। তিনি দেশটির ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের গভর্নর হতে যাচ্ছেন। সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রিপাবলিকান পার্টির প্রার্থী জিওফ দিয়েলকে পরাজিত করেছেন মাউরা হিলে।

এই দিকে মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে কংগ্রেসের প্রতিনিধি পরিষদের ৪৩৫টি আসনে এবং সিনেটের ১০০টি আসনের মধ্যে ৩৫টিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এছাড়া ৩৬টি রাজ্যের গভর্নর পদে লড়ছেন ডেমোক্র্যাটিক ও রিপাবলিকান প্রার্থীরা। সূত্র: বিবিসি, সিএনএন।


আমাদেরকাগজ/এইচএম