বিনোদন ১২ নভেম্বর, ২০২২ ১১:১২

তরুণ খেলোয়াড়দের নিয়ে যা বললেন ব্রাজিলের গোলকিপার

ছবি:ইন্টারনেট

ছবি:ইন্টারনেট

স্পোর্টস ডেস্ক:রাশিয়া বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে বিদায় নিলেও দারুণ ফুটবল খেলেছিল ব্রাজিল। কাতারে ফেবারিট তকমা নিয়ে যাচ্ছে তিতের দল। ডিফেন্স, মিডফিল্ড ও আক্রমণে নতুন-পুরনোর মিশেল; সব মিলিয়ে ব্রাজিলের গোলরক্ষক অ্যালিসন বেকার মনে করছেন, এখন দলটির সামর্থ্য দেখানোর পালা। 

ফিফাকে দেওয়া সাক্ষাৎকারে লিভারপুলে খেলা ব্রাজিলের গোলরক্ষক অ্যালিসন বলেন, ‘গত বিশ্বকাপের পরে দল হিসেবে আমরা অনেক উন্নতি করেছি। দলে কিছু পরিবর্তন এসেছে। নতুন প্রজন্মের খেলোয়াড়রা দলে ঢুকেছে। দলে অভিজ্ঞ এবং তরুণ খেলোয়াড় আছে, যারা এরই মধ্যে আন্তর্জাতিক অঙ্গনে তাদের আগমণী বার্তা দিয়েছে, ক্লাবের হয়ে বড় প্রতিযোগিতায় তারা এরই মধ্যে ভালো করেছে।’ 

ব্রাজিল কোচ তিতে পরিকল্পনার মানুষ। মাঠে নামার আগে প্রতিপক্ষের শক্তি-দুর্বলতা বুঝে, কৌশল সাজিয়ে মাঠে নামেন। এরই মধ্যে তিনি অ্যান্তনি, রদ্রিগো, ব্রুনো গিমারেসদের মতো খেলোয়াড় দলে নিয়েছেন। যারা ক্লাব পর্যায়ে ভালো খেলছেন। অ্যালিসনের বিশ্বাস তারা বিশ্বকাপেও ভালো খেলবেন। 

বিশ্বের অন্যতম সেরা এই গোলরক্ষক বলেন, ‘এই তরুণদের প্রতি আমি আস্থাশীল। বিশ্বাস করি তারা জাতীয় দলের হয়ে পার্থক্য গড়ে দিতে পারবে। কারণ তারা অসাধারণ খেলোয়াড়।’ 

ব্রাজিল গত ১৫ ম্যাচে অপরাজিত। সর্বশেষ সাত ম্যাচে ২৬ গোল করেছেন সেলেকাওরা। বেলজিয়ামের বিপক্ষে গত বিশ্বকাপে হারের পরও কোচকে ছাঁটাই করেনি দেশটির কনফেডারেশন। আসন্ন বিশ্বকাপ শেষেই দায়িত্ব ছেড়ে দেবেন এই অভিজ্ঞ কোচ। সব মিলিয়ে ব্রাজিল দলটির প্রমাণের পালা। 

অ্যালিসন বলেন, ‘দলের মুড খুবই ভালো। আমরা বেশ উচ্ছ্বসিত। সর্বোচ্চ পর্যায়ে সেরা পারফরম্যান্স করছি, ব্যক্তিগত এবং দল হয়ে ভালো খেলছি। ম্যাচের ফলাফল সেটাই প্রমাণ করে।’ 

 

আমাদের কাগজ//টিএ