শিক্ষা ১৫ সেপ্টেম্বর, ২০১৯ ০৬:৪২

১০ মাসের মধ্যে সব কমিটি দেওয়াই আমাদের লক্ষ্য: জয়-লেখক

ডেস্ক রিপোর্ট।। 

ছাত্রলীগের নতুন নেতৃত্ব সারা দেশের ছাত্রদের সাথে নিয়ে বিতর্কমুক্ত একটি সংগঠন উপহার দেবে বলে জানিয়েছেন ছাত্রলীগের নতুন ভারপ্রাপ্ত সভাপতি আল নাহিয়ান জয়। এছাড়া তিনি আরো জানান শুধুমাত্র দায়িত্ব পালন করাই আমার মূল কাজ হবে। 

আজ রবিবার বেলা একটার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।

এসময় তিনি আরো বলেন, 'ইতিহাস এবং ঐতিহ্যের সঙ্গে তাল মিলিয়ে আমরা ছাত্রলীগকে একটি ব্যানারের নিচে দাঁড় করাতে চাই। এখানে অমুক তমুকের ছাত্রলীগ বলে কিছু নেই। ছাত্রলীগ একটাই, সেটা হচ্ছে শেখ হাসিনার ছাত্রলীগ।'

সংবাদ সম্মেলনেছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য ও  বলেন, আগামী ১০ মাসের মধ্যে সব কমিটি গঠন করে আগামী কাউন্সিল এর জন্য সংগঠনকে প্রস্তুত করাই মূল লক্ষ্য হবে তাদের।  । প্রধানমন্ত্রীর নির্দেশ অনুযায়ী সংগঠন পরিচালনার কথা জানান তিনি।

এ সময় ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি আল নাহিয়ান খান জয় জানান, শুধুমাত্র দায়িত্ব পালন করাই তাদের মূল কাজ। দায়িত্ব পালনের ক্ষেত্রে সদ্য সাবেক দুই ছাত্রলীগ নেতার ও সহযোগিতা করার কোনো সুযোগ নেই বলেও মন্তব্য করেন তিনি। সাবেক সাধারন সম্পাদক গোলাম রাব্বানী ডাকসুর জিএস পদে থাকার বিষয়টি জানতে চাইলে বর্তমান নেতারা এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।

এছাড়া ছাত্রলীগ নেতারা বলেন, 'আমাদের প্রথম কাজ হচ্ছে শোভন-রাব্বানীর বিরুদ্ধে যেসব অভিযোগ উঠেছে সেগুলো ওভারকাম করা। তাদের বিরুদ্ধে যেসব অভিযোগ আসছে সেগুলো যেন আমাদের বিরুদ্ধে না আসে।'

কমিটি এবং সম্মেলনের আয়োজনের জন্য গোয়েন্দা সংস্থা, সিনিয়র নেতাদের সহযোগিতা এবং সাংবাদিকদের সহযোগিতাও কামনা করেন তাঁরা।

তাঁরা বলেন, 'শোভন-রাব্বানীর কমিটিতে যারা কাজ করেছে তারাও ভালো কাজ করেছেন। তবে যেহেতু কিছু অভিযোগ এসেছে আমরা সেগুলো আবার হতে দেব না। যারা ছাত্রলীগের জন্য ত্যাগ স্বীকার করেছেন তাদের কাউকে বঞ্চিত করা হবে না।'

এদিকে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আবদুর রহমান জানিয়েছেন, ছাত্রলীগের পরবর্তী সম্মেলন না হওয়া পর্যন্ত সব রকম সাংগঠনিক কার্যক্রম পরিচালনার ক্ষমতা থাকছে সদ্য ভারপ্রাপ্ত দুই নেতা আল নাহিয়ান খান জয় ও লেখক ভট্টাচার্যের। বর্তমান কমিটির বাকি ১০ মাস মেয়াদে সাংগঠনিক কমিটি গঠন থেকে শুরু করে সাংগঠনিক সব কাজ করতে পারবেন তারা।

তিনি আরো জানান, ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের কমিটি গঠন থেকে শুরু করে নিয়মিত সব সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করবেন তারা।

এছাড়া আওয়ামী লীগ ও ছাত্রলীগ সূত্র জানা গিয়েছে, দলীয় প্রধানের নির্দেশের খবর পাওয়ার পর রেজওয়ানুল হক চৌধুরী ও গোলাম রাব্বানী ছাত্রলীগের সাংগঠনিক নেতা আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন।